Rudranil Mocks Shahjahan: ‘শাহজাহান, শাহজাহান তোমার বাড়ি যাব’, বারাসতে গিয়ে তৃণমূল নেতাকে কটাক্ষ রুদ্রনীলের

Dipankar Das | Edited By: অংশুমান গোস্বামী

Jan 17, 2024 | 8:24 PM

এখনও অধরা ওই এলাকার তৃণমূলের বাহুবলী নেতা তথা এই হামলার মূল অভিযুক্ত শেখ শাহজাহান। ঘটনার এত দিন পরও শাহজাহানের নাগাল পুলিশ না পাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শেখ শাহজাহান। এ বার তাঁকে কটাক্ষ ছুঁড়লেন বিজেপি নেতা তথা টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ।

Rudranil Mocks Shahjahan: ‘শাহজাহান, শাহজাহান তোমার বাড়ি যাব’, বারাসতে গিয়ে তৃণমূল নেতাকে কটাক্ষ রুদ্রনীলের
শাহজাহানকে কটাক্ষ রুদ্রনীলের
Image Credit source: TV9 Bangla

Follow Us

বারাসত: উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের উপর হামলার ঘটনার বেশ কয়েক দিন কেটে গিয়েছে। কিন্তু এখনও অধরা ওই এলাকার তৃণমূলের বাহুবলী নেতা তথা এই হামলার মূল অভিযুক্ত শেখ শাহজাহান। ঘটনার এত দিন পরও শাহজাহানের নাগাল পুলিশ না পাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শেখ শাহজাহান। এ বার তাঁকে কটাক্ষ ছুঁড়লেন বিজেপি নেতা তথা টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ। জনপ্রিয় কবিতার আশ্রয় নিয়ে শাহজাহানকে বিঁধেছেন তিনি। শাহজাহানকে ব্যঙ্গ করে তিনি বলেছেন, “মানুষ এখন একটাই কথা বলতে চাইছে, ‘শাহজাহান, শাহজাহান তোমার বাড়ি যাব, তোমার বাড়িতে চুরির কী কী পাব’!”

২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্ধোধন উপলক্ষে, বুধবার উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসতে আসেন বিজেপির নেতা রুদ্রনীল ঘোষ। জেলার প্রশাসনিক প্রধানদের হাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠার আমন্ত্রণপত্র তুলে দিতে এসেছিলেন তিনি। এ দিন দুপুরে জেলা নেতৃত্বকে সঙ্গে নিয়ে তিনি প্রথমে আসেন জেলাশাসকের দফতরে। তবে সেখানে গিয়ে জেলাশাসকের হাতে আমন্ত্রণপত্র তুলে দিয়েছেন। কিন্তু তার আগে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় রুদ্রনীল ঘোষকে। যা নিয়ে পরে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

এ বিষয়ে রুদ্রনীল ঘোষ বলেছেন, “প্রশাসনিক দফতরগুলো নিয়ে মানুষ রীতিমতো শঙ্কিত। এখানে এসে আমারও সেই অভিজ্ঞতা হল। আমি রামমন্দিরের আমন্ত্রণ নিয়ে জেলাশাসকের দফতরে এলাম। তখন সকলের চোখেমুখে আতঙ্কের ছাপ। যাঁরা দুর্বৃত্তদের প্রশয় দেন, বেআইনি ফাইল পাশ করান। তাঁরাই আতঙ্কিত।” শাহজাহানকে গ্রেফতার করতে না পারা নিয়েও রাজ্যের পুলিশ প্রশাসনকে বিঁধেছেন রুদ্রনীল। বলেছেন, “নিজের উর্দির সন্মান রক্ষা করুন। চুরি করবেন না। দুর্নীতিতে প্রশয় না দিয়ে সাধারণ মানুষের হয়ে কাজ করুন। যাতে কেউ আপনার দিকে আঙুল তুলতে না পারে। দুর্নীতির পথ ছেড়ে জনগণের সেবা করুন।নইলে মানুষই আপনাদের ক্ষমা করবে না।”

Next Article