পানিহাটি: রাত পোহালেই দশমী। তার আগে নবমীর রাতে শেষবেলার পুজোর আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। আনন্দ-উৎসবে ভাসছে আম-আদমি। কিন্তু, পুজোর আনন্দ থেকে কেনই বা বাদ যাবেন রাজনীতিকরা? তাঁরাও কাঁধে কাঁধ মিলিয়ে মেতে উঠেছেন বাঙালির শ্রেষ্ঠ উৎসবে। অরূপ বিশ্বাস থেকে সজল ঘোষ, সকলেই সামলাচ্ছেন নিজেদের পুজো। এরইমধ্যে পানিহাটিতে বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দুর্গাপুজোয় এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা গেল কৌস্তভ বাগচিকে। যা নিয়েই পুজোয় ফের নতুন চর্চা বাংলার রাজনৈতিক মহলে।
প্রসঙ্গত, আসন্ন লোকসভা ভোটের মুখে তৃণমূলের সঙ্গে হাত ধরাধরি করে বিরোধী I.N.D.I.A জোটে যাওয়া একদমই মন থেকে মেনে নিতে পারেননি একসময়ের বঙ্গ কংগ্রেসের মুখপাত্র তথা আইনজীবী কৌস্তভ বাগচি। প্রতিবাদ করেছেন। মুখপাত্রের পদও গিয়েছে। এদিকে এরইমধ্যে একাধিকবার কৌস্তভের বিজেপিতে যোগদান সম্পর্কে শোনা গিয়েছে নানা জল্পনা। এদিনও সেই প্রসঙ্গ উঠতে কৌস্তুভ বাগচি বলেন, রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারীর থেকে ভাল কেউ নেই। তাই রাজ্যের সরকারকে উৎখাত করার জন্য বিকল্প ব্যবস্থা দরকার আছে। এই মুহূর্তে বিজেপিতে যোগদান নিয়ে চিন্তাভাবনা আমি করছি না। কিন্তু বিকল্প ব্যবস্থা রাজ্যে হোক এটা আমি চাই।
অন্যদিকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে তৃণমূল কংগ্রেস দলকে উৎখাত করার জন্য বিকল্প ব্যবস্থা হওয়া দরকার। প্রসঙ্গত, এর আগে সেপ্টেম্বরের শেষেও চাকরিপ্রার্থীদের মিছিলে একসঙ্গে হাঁটতে দেখা গিয়েছিল দুই নেতাকেই। যা নিয়েও তৈরি হয়েছিল নানা জল্পনা।