কলকাতা: সল্টলেকের বিজে ব্লকে দুর্গাপুজোর আকর্ষণ আদিযোগীর মূর্তি। সেই সঙ্গে লেজার লাইট এবং সাউন্ড সিস্টেম এই পুজো মণ্ডপকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। লেজার শো এই মণ্ডপের সৌন্দর্য বাড়়িয়ে দিয়েছে কয়েক গুণ। কিন্তু সেই লাইট অ্যান্ড সাউন্ড নিয়েই আপত্তি তুলেছে বিধাননগর কমিশনারেট। এবং বিজে ব্লকের পুজোর লাইট এবং সাউন্ড সিস্টেম বন্ধ করে দেওয়া হয়েছে। এর জেরে এক দিকে যেমন হতাশ পুজো উদ্যোক্তারা। তেমনই হতাশ বিজে ব্লকে ঠাকুর দেখতে আসা দর্শনার্থীরা।
আদিযোগীর থিমের মণ্ডপে ষষ্ঠী থেকেই উপচে পড়েছে ভিড়। লাইট অ্যান্ড সাউন্ড এফেক্টে মোহিত হয়েছিলেন দর্শকরা। সেই ভিড় সামলাতে হিমসিম খেতে হয় বিধাননগরের পুলিশকে। এর জেরে বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। সে জন্যই তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিধাননগর কমিশনারেট।
বিজে ব্লকে ঠাকুর দেখতে গিয়ে হতাশ হয়েছেন দর্শকরা। মহাষ্টমীতে সেখানে ঠাকুর দেখতে আসা এক মহিলা বলেছেন, “এত দূর থেকে এলাম। কিন্তু দেখছি সব বন্ধ। খুব খারাপ লাগছে। যেটা আশা করেছিলাম, সেটা দেখতে পেলাম না।” অপর এক দর্শক বলেছেন, “লেজার শো দেখতেই দক্ষিণ কলকাতা থেকে ছুটে এসেছিলাম। কিন্তু সেটা না থাকলে মজাই নেই। এখন মনে হচ্ছে বেকার এলাম।” লেজার শো বন্ধ হওয়ায় এই পুজো কমিটির উদ্য়োক্তাদের অভিযোগ, ভিড় সামলাতে পুলিশ ব্যর্থ। নিজেদের ব্যর্থতা ঢাকতে পুলিশ লেজার শো বন্ধ করেছে। ঘটনার খবর পেয়ে মণ্ডপে পৌঁছন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। লেজার শো কেন বন্ধ করা হল, তা নিয়ে পুলিশের সঙ্গে বিতণ্ডা বাধে তাঁর।
পুলিশের তরফে জানানো হয়েছে, পুজো কমিটির তরফে অপরিকল্পিতভাবে লাইট অ্যান্ড সাউন্ড শো করা হয়েছে। ফলে যেকোনও সময় পদপিষ্টের মতো ঘটনা ঘটতে পারে। তাই দর্শনার্থীদের সুরক্ষার কথা ভেবেই এই পদক্ষেপ করা হয়েছে। এই ইস্যুতে পুজো কমিটির সহযোগিতাও চেয়েছে পুলিশ।