বারাসত: ঝকঝকে আকাশ, কাশের দোলা। পুজোর উন্মাদনাএবার যেন একটু বেশিই। মহালয়ার পর থেকেই শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল হপিং। আর পুজোর উন্মাদনা আরও বাড়িয়ে তুলতে, হাতে হাতে পালস ক্যান্ডি ও TV9 বাংলা। আজ পুজোর পালস ট্যাবলো বারাসতে।
বাঙালির শ্রেষ্ঠ উৎসবে উন্মাদনা আরও বাড়াতে পালস ক্যান্ডির অভিনব উদ্যোগ। সঙ্গে রয়েছে TV9 বাংলা। থাকছে ভিন্ন ভিন্ন রকমের প্রতিযোগিতা। আর আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার সুযোগ। রাজ্যের ২২টি শহরে ঘুরছে পুজোয় পালস ট্যাবলো।
বারাসতের একটি স্কুলের সামনে পৌঁছে যায় পুজোয় পালস ট্যাবলো। গাড়ি দেখে খুদে পড়ুয়াদের সে কী উত্তেজনা। নানান প্রতিযোগিতায় অংশ নেয়। এক পড়ুয়া বলে, “পালস আগেও খেয়েছি। তবে কখনও ভাবিনি এতটাও একটা ক্যান্ডি খাওয়া নিয়ে উন্মাদনা থাকতে পারে। কারণ থাকছে পুরস্কার জেতার সুযোগও।”
আরেক ছাত্রী বলল, “মুখের স্বাদটাই তো বদলে যায়। পুজোর মুখে এই উদ্যোগ সত্যিই অভিনব। আগে তো কখনও এমনটা হতে দেখিনি। পুজোয় সবার মুখে থাকুক পালস।”
বারাসত: ঝকঝকে আকাশ, কাশের দোলা। পুজোর উন্মাদনাএবার যেন একটু বেশিই। মহালয়ার পর থেকেই শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল হপিং। আর পুজোর উন্মাদনা আরও বাড়িয়ে তুলতে, হাতে হাতে পালস ক্যান্ডি ও TV9 বাংলা। আজ পুজোর পালস ট্যাবলো বারাসতে।
বাঙালির শ্রেষ্ঠ উৎসবে উন্মাদনা আরও বাড়াতে পালস ক্যান্ডির অভিনব উদ্যোগ। সঙ্গে রয়েছে TV9 বাংলা। থাকছে ভিন্ন ভিন্ন রকমের প্রতিযোগিতা। আর আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার সুযোগ। রাজ্যের ২২টি শহরে ঘুরছে পুজোয় পালস ট্যাবলো।
বারাসতের একটি স্কুলের সামনে পৌঁছে যায় পুজোয় পালস ট্যাবলো। গাড়ি দেখে খুদে পড়ুয়াদের সে কী উত্তেজনা। নানান প্রতিযোগিতায় অংশ নেয়। এক পড়ুয়া বলে, “পালস আগেও খেয়েছি। তবে কখনও ভাবিনি এতটাও একটা ক্যান্ডি খাওয়া নিয়ে উন্মাদনা থাকতে পারে। কারণ থাকছে পুরস্কার জেতার সুযোগও।”
আরেক ছাত্রী বলল, “মুখের স্বাদটাই তো বদলে যায়। পুজোর মুখে এই উদ্যোগ সত্যিই অভিনব। আগে তো কখনও এমনটা হতে দেখিনি। পুজোয় সবার মুখে থাকুক পালস।”