Suvendu Adhikari: ‘২৪ কলিঙ্গ, ‘২৫-এ অঙ্গ, এবার হবে বঙ্গ: শুভেন্দু
Bhatpara: একাধিকবার দলবদল করেছিলেন অর্জুন সিং। ব্যারাকপুর থেকে বিজেপির হয়ে সাংসদ পদের জন্য লড়াই করেছিলেন তিনি। তবে তৃণমূলের পার্থ ভৌমিকের কাছে পরাজিত হয়েছিলেন তিনি। বর্তমানে সেখানে তৃণমূলের শক্তি সেখানে প্রবল তা বলাই যায়।

ব্যারাকপুর: ভাটপাড়ায় বিরোধী দল শুভেন্দু অধিকারী। সেখান থেকে তৃণমূল সরকারের পরিবর্তনের ডাক দিলেন তিনি। নন্দীগ্রামের বিধায়ক বলেছেন, এর আগে কলিঙ্গ (ওড়িশা) জয় হয়েছে, তারপর অঙ্গ (বিহার) জয় হয়েছে, আর এবার বাকি আছে শুধু বঙ্গ জয়। বাংলা দখলে মা কালীর নাম নিয়ে ঝাঁপিয়ে পড়ারও আহ্বানও জানিয়েছেন বিরোধী দলনেতা।
একাধিকবার দলবদল করেছিলেন অর্জুন সিং। ব্যারাকপুর থেকে বিজেপির হয়ে সাংসদ পদের জন্য লড়াই করেছিলেন তিনি। তবে তৃণমূলের পার্থ ভৌমিকের কাছে পরাজিত হয়েছিলেন তিনি। বর্তমানে সেখানে তৃণমূলের শক্তি সেখানে প্রবল তা বলাই যায়। এবার সেই ভাটপাড়ায় গিয়েছেন শুভেন্দু। আর সেখান থেকেই পরিবর্তনের ডাক দেন বিরোধী দলনেতা।
এ দিন শুভেন্দু বলেন, “৩৪ বছরের বাম আর ১৫ বছরের তৃণমূলের রাজত্বে এগোনোর বদলে পিছিয়ে গেছে। আগে এখানে কত মানুষ এসেছেন। এখানে বসবাস করতেন। এখানকার নাগরিক হয়েছেন। কারণ এখানে জুটমিল ছিল। একাধিক শিল্প ছিল। এখানে কাজ মিলত। আর মমতার রাজত্বে এখানের জুটমিলে তালা দেওয়া হচ্ছে। রাজ্য সরকার প্রোমোটিংয়ের জন্য আজ জমি সিল করছে। আপনারা এর পরিবর্তন চান তো? তাই এখানে বিজেপিকে জেতাতে হবে।” তাঁর আরও সংযোজন, “চব্বিশে লোকসভা নির্বাচনের সঙ্গে ওড়িশায় ভোট হয়। সেখানে এখন বিজেপি আছে। একই সঙ্গে বিহারে সুশাসন এসেছে। নরেন্দ্র মোদীর জন্য সম্ভব হয়েছে। ২০২৪ কলিঙ্গ, ২০২৫-এ অঙ্গ, আর মাতা কালী বলে বঙ্গ জিততে হবে।”
