Swapam Majumdar: মমতা-অভিষেককে কুরুচিকর আক্রমণ বিজেপি বিধায়কের

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Dec 21, 2022 | 5:13 PM

BJP MLA: প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে গাইঘাটা বিডিও অফিসে ডেপুটেশন দিতে আসেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। সেখানে বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই আক্রমণ করেন গাইঘাটার বিডিওকে।

Swapam Majumdar: মমতা-অভিষেককে কুরুচিকর আক্রমণ বিজেপি বিধায়কের
বিজেপি বিধায়ক স্বপন মজুমদার

Follow Us

গাইঘাটা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিজেপি বিধায়ক। উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের হুঁশিয়ারি, কোমরে দড়ি বেঁধে জেলে ভরা হবে মুখ্যমন্ত্রীকে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও একই পরিণতি হবে বলে মনে করেন তিনি। বুধবার উত্তর ২৪ পরগনার গাইঘাটার বিডিও অফিসে ডেপুটেশন জমা দিতে এসেছিলেন স্বপন। সেখানেই তিনি মমতা ও অভিষেকের বিষয়ে এহেন মন্তব্য করেছেন। পাশাপাশি তৃণমূল কর্মীরা ধমকালে কী করতে হবে, সেই পরামর্শও এ দিন বিজেপি কর্মীদের দিয়েছেন বনগাঁ দক্ষিণের বিধায়ক। তৃণমূল নেতৃত্ব অবশ্য বিজেপি বিধায়কের মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ।

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে গাইঘাটা বিডিও অফিসে ডেপুটেশন দিতে আসেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। সেখানে বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই আক্রমণ করেন গাইঘাটার বিডিওকে। বিডিওকে আক্রমণ করে তৃণমূলের ‘দলদাস’ বলেন তিনি। তৃণমূল কংগ্রেসকে ভয় না পাওয়ার কথাও কর্মীদের বলেছেন স্বপন। বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “যদি কোন তৃণমূল নেতা আপনাদের ধমকাতে আসেন তাহলে চ্যালা কাঠ ধরবেন।” এর পরই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। বলেন, “যে দড়ি কিনে রেখেছেন, তা মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপোর কোমড়ে পরানো হবে।” এর পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে লাথি মেরে গারদে ভরা হবে বলে হুমকি দিয়েছেন বিজেপি বিধায়ক।

যদিও এ ব্যাপারে বিজেপি বিধায়কের বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এ নিয়ে গাইঘাটার তৃণমূল নেতা গোবিন্দ দাস বলেছেন, “দোষী প্রমাণিত আইন ব্যবস্থা নেবে। বিজেপি মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। তাই। যা খুশি বলে বেড়াচ্ছেন। এ সব বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করা যায় না।”

Next Article