Arjun Singh: ‘হঠাৎ শুনি দাম করে আওয়াজ, বাইরে বেরিয়ে দেখি…’, ভয়ঙ্কর কাণ্ড অর্জুনের বাড়ির সামনে

Ananta Chattopadhyay | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 27, 2025 | 11:26 AM

Arjun Singh: ঘটনাটি ঘটেছে জগদ্দলে মেঘনা মোড় এলাকায়। জানা গিয়েছে, সেখানে অবস্থিত মেঘনা জুটমিলে দুই শ্রমিকের মারামারিকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয়। তারপরই পরপর সাত রাউন্ড গুলি চলে বলে খবর। পরপর পড়ে বোমা।

Arjun Singh: হঠাৎ শুনি দাম করে আওয়াজ, বাইরে বেরিয়ে দেখি..., ভয়ঙ্কর কাণ্ড অর্জুনের বাড়ির সামনে
অর্জুনের বাড়ির সামনে গুলি-বোমা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

জগদ্দল: আবার উত্তপ্ত জগদ্দল। প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির সামনে চলল গুলি। পড়ল বোমা। গুলিবিদ্ধ এক তৃণমূল কংগ্রেস কর্মী। তবে এই প্রথম নয়, এর আগে গত বছরের অক্টোবরেও অর্জুনের বাড়ির সামনে বোমাবাজি হয়েছিল। বারবার কেন অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে সেখানে? কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না দুষ্কৃতীদের? উঠছে এমনই প্রশ্ন। এ দিকে, এই ঘটনায়,বিজেপি নেতাকে জগদ্দল থানায় তলব পুলিশের। বৃহস্পতিবার ভোর চারটে নাগাদা তাঁকে নোটিস পাঠিয়েছে জগদ্দল থানা। সকাল ১০টায় জগদ্দল থানায় হাজিরা দেওয়ার নির্দেশ।

ঘটনাটি ঘটেছে জগদ্দলে মেঘনা মোড় এলাকায়। জানা গিয়েছে, সেখানে অবস্থিত মেঘনা জুটমিলে দুই শ্রমিকের মারামারিকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয়। তারপরই পরপর সাত রাউন্ড গুলি চলে বলে খবর। পরপর পড়ে বোমা। তবে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম অভিযোগ করছেন,অর্জুন সিংয়ের নেতৃত্বে এই গুলি চালানো হয়েছে। তিনি বলেন, “অর্জুন সিং নেতৃত্ব দিয়েছে বলেই গুলি চলেছে। অবিলম্বে যদি অর্জুন সিংকে গ্রেফতার না করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।” পাল্টা আবার অর্জুনের দাবি, পুলিশের সামনেই গুলি চালিয়েছেন নমিত সিংয়ের দলবল। তাঁর এতে কোনও যোগ নেই।

টিভি ৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে অর্জুন বলেন, “আমি রাতের বেলা পার্টি অফিসে কাজ করছি। তখন হঠাৎ গুলির শব্দ পাই। বেরিয়ে দেখি পুলিশ দাঁড়িয়ে। আর দুষ্কৃতীরা আমায় দেখে আরও গুলি চালাতে শুরু করল। আর দেখি রাস্তায় একটা লোক পড়ে আছে। আমি পুলিশকে প্রশ্ন করি আরে দাদা ৭ রাউন্ড গুলি চলল আপনারা কিছু বললেন না? পুলিশের কোনও জবাব নেই। এরপর ফিরে এলাম বাড়িতে। তখন হঠাৎ দাম করে একটা বোমের আওয়াজ পেলাম। সোমনাথ শ্যামের লোকজন করেছে।”

Next Article