উত্তর ২৪ পরগনা: বোমা ফেটে জখম হলেন দু’জন। রবিবার বীজপুর থানার কাঁচরাপাড়ার কালিনগর রোডে এই ঘটনা ঘটে। আহতদের নাম সঞ্জয় দাস (৪০) ও বিধান দাস( ৪২)। পুলিশ সূত্রে খবর, আহতরা চাকদহের বাসিন্দা। কল্যাণী থেকে তাঁরা লোহাভাঙা, টিনভাঙা বস্তায় করে নিয়ে আসেন গোডাউনে। সেখানেই বস্তা থেকে জিনিসপত্র বার করার সময় ভয়ঙ্কর শব্দে কেঁপে ওঠে এলাকা। বোমা ফেটে রক্তাক্ত হন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বীজপুর থানার পুলিশ। আহতদের কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছন স্থানীয় কাউন্সিলর শর্মিষ্ঠা মজুমদার। তিনি বলেন, “আমি খবর পেয়ে আসি। কী হয়েছে ঠিক জানি না। এসে শুনি একটা বাচ্চা আহত হয়েছে বোমার আঘাতে। আমাদের বীজপুর শহরে এমন ঘটনা ভাবতেই পারি না। এটা রাজনৈতিক নাকি এর পিছনে ব্যক্তিগত কোনও কারণ লুকিয়ে তা এখনই আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি।”
স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় এরকম বোমের শব্দ বহুদিন পর শোনা গেল। ছুটির সকালে এরকম ঘটনায় সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। ভিড় জমে যায় রাস্তার ধারে। এমনকী এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। রবিবার বলে বড় বিপদ এড়ানো গিয়েছে বলে দাবি এলাকার লোকজনের। ছুটির দিন না হয়ে কোনও কাজের দিন হলে অনেক কিছুই হতে পারত বলে মনে করছেন তাঁরা।