Bomb Blast: প্রাক্তন প্রধানের বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল ছেলের হাতের আঙুল

Dipankar Das | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 09, 2024 | 7:49 AM

Bomb Blast: প্রধানের বাড়ির ছাদের উপর আহত অবস্থায় পড়ে রয়েছেন প্রধানের ছেলে। তাঁর বাঁ হাতের পাঁচটি আঙ্গুলি ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত তাঁকে হাবড়া হাসপাতালে নিয়ে এলে, সেখান থেকে স্থানান্তরিত করা হয় বারাসত হাসপাতালে।

Bomb Blast: প্রাক্তন প্রধানের বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল ছেলের হাতের আঙুল
মছলন্দপুরে প্রাক্তন প্রধানের বাড়িতে বিস্ফোরণ
Image Credit source: TV9 Bangla

Follow Us

উত্তর ২৪ পরগনা:  তৃণমূলের প্রাক্তন প্রধানের বাড়িতে বাজি বিস্ফোরণ। গুরুতর আহত প্রাক্তন প্রধান কৃষ্ণপদ মণ্ডলের ছেলে। শুক্রবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার মছলন্দপুর ২ নম্বর পঞ্চায়েতের ফুলতলা দাসপাড়া এলাকায় প্রাক্তন পঞ্চায়েত প্রধান কৃষ্ণপদ দাসের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এলাকাবাসীরা বিকট শব্দ শুনতে পেয়ে দৌড়ে যান প্রতিবেশীরা।

স্থানীয় বাসিন্দারা গিয়ে দেখেন, প্রধানের বাড়ির ছাদের উপর আহত অবস্থায় পড়ে রয়েছেন প্রধানের ছেলে। তাঁর বাঁ হাতের পাঁচটি আঙ্গুলি ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত তাঁকে হাবড়া হাসপাতালে নিয়ে এলে, সেখান থেকে স্থানান্তরিত করা হয় বারাসত হাসপাতালে। তবে এত বাজি কোথা থেকে এল, তা খতিয়ে দেখছে পুলিশ।

দত্তপুকুরের বাজি বিস্ফোরণের পর এলাকায় বাজে বিক্রি নিষিদ্ধ করা হলেও প্রধানের ছেলে এত বাজি কোথা থেকে নিয়ে এসেছে, তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে এলাকাবাসীরাও । প্রাক্তন প্রধানের পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে,   এই বাজি কিনে নিয়ে এসেছিলেন ছেলে। সেগুলি রোদে দেন। এরপরই শুক্রবার রাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।  তবে আদতে বিস্ফোরণের কী কারণ, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এখনও পর্যন্ত এই নিয়ে তৃণমূলের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Next Article
TMC-BJP: তৃণমূলে যোগ দিচ্ছেন গাইঘাটার বিজেপি বিধায়ক? কী বলছেন দাদা শান্তনু ঠাকুর?
Bomb: রেললাইনের মাঝে তাজা বোমা, পাশ দিয়ে চলছে লোকাল ট্রেন