Titagarh School Blast: স্কুল খালি করাতেই কি বোমাবাজি? প্রশ্ন অর্জুনের, সিবিআই তদন্ত দাবি লকেটের

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Sep 17, 2022 | 11:13 PM

Titagarh School Blast: ইতিমধ্যেই স্কুলের চারপাশের বহুতলগুলিতে তল্লাশি চালাতে শুরু করেছে পুলিশ। বহুতলগুলি থেকে কেউ বোমা ছুড়ে থাকতে পারেন বলেন প্রাথমিক তদন্তে সন্দেহ প্রকাশ করেছেন তদন্তকারীরা।

Titagarh School Blast: স্কুল খালি করাতেই কি বোমাবাজি? প্রশ্ন অর্জুনের, সিবিআই তদন্ত দাবি লকেটের

Follow Us

টিটাগড়: সকাল ১১টা ৫৫। স্কুলে তখন সেকেন্ড পিরিয়ডের ক্লাস চলছে। আচমকা ক্লাসের টিচারের গলার আওয়াজ চাপা পড়ে যায় বিকট এক শব্দে। কেঁপে ওঠেন শিক্ষক-শিক্ষিকা থেকে পড়ুয়ারা। স্কুল থেকে বেরিয়ে আসনে সকলে। সকলের মুখেই আতঙ্ক। খবর যায় পুলিশে। এদিকে বোমার আওয়াজে ততক্ষণে ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। চাঞ্চল্যকর এ ঘটনাটি এদিন ঘটে টিটাগড়ের একটি স্কুলে (Titagarh School Blast)। থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে স্কুল। সেই স্কুলেই ভয়াবহ বিস্ফোরণ। কিন্তু কীভাবে ওখানে এল বোমা? স্কুল সংলগ্ন বাড়ি থেকেই কি বোমা হামলা? স্কুল খালি করতেই কী বোমাবাজি? প্রশ্ন তুলেছেন এলাকার সাংসদ অর্জুন সিং (MP Arjun Singh)। 

এদিকে ইতিমধ্যেই স্কুলের চারপাশের বহুতলগুলিতে তল্লাশি চালাতে শুরু করেছে পুলিশ। বহুতলগুলি থেকে কেউ বোমা ছুড়ে থাকতে পারেন বলেন প্রাথমিক তদন্তে সন্দেহ প্রকাশ করেছেন তদন্তকারী অফিসাররা। সে কারণেই ওই এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখার কাজ শুরু হয়ে গিয়েছে। তবে ঘটনার নেপথ্যে আদপে কারা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। বিরোধীদের দাবি বাংলা আদপে বারুদের স্তূপে দাঁড়িয়ে রয়েছে। যদি তা নিয়ে পাল্টা তোপ দেগেছেন শাসক দলের নেতারাও। এদিকে এ ঘটনায় আবার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। 

তবে এ ঘটনা প্রসঙ্গে সাংসদ অর্জুন সিং বলেন, “একটা স্কুল চলছে যেখানে ছেলে মেয়ে সকলে পড়াশোনা করছে। সেখানে ছাদের উপর বোমা কোথা থেকে মারল? এখানের ছাদ দেখে মনে হচ্ছে সেখান থেকে বোমা মারা হচ্ছে। এটা ভয় দেখানোর জন্য করেছে। নিশ্চয়ই স্কুল খালি করার ব্যাপার ছিল।” অন্যদিকে আবার বামেদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “সিপিএম এর আমলে গোটা বাংলা বারুদের স্তূপ ছিল। এখন একটা দুটো জায়গা বদলাচ্ছে। পুলিশ প্রশাসন দেখছে। আমরাও নজর রেখেছি। পরিস্থিতি ভাল। বিজেপির একটা গ্রুপ অশান্তি করার চেষ্টা করছে। পুলিশ দেখছে।” শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে এ ঘটনায় এক পর্যন্ত ১ জনকে আটক করেছে পুলিশ।

Next Article