Bomb Recover: কলেজের পাশে পাটক্ষেত থেকে উদ্ধার তিন ব্যাগ ভর্তি তাজা বোমা

Dipankar Das | Edited By: অংশুমান গোস্বামী

Jul 31, 2023 | 6:26 AM

পঞ্চায়েত ভোট মিটলেও বোমা উদ্ধারের ঘটনা বন্ধ হয়নি। রবিবার কদম্বগাছির সর্দারপাড়ায় একটি একটি বেসরকারি কলেজের পাশের পাট ক্ষেত থেকে ব্যাগ ভর্তি তাজা বোমা দেখতে পান এক কৃষক।

Bomb Recover: কলেজের পাশে পাটক্ষেত থেকে উদ্ধার তিন ব্যাগ ভর্তি তাজা বোমা
উদ্ধার হওয়া বোমা। নিজস্ব চিত্র।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কদম্বগাছি: একটি বেসরকারি কলেজের পাশে পাটক্ষেত থেকে উদ্ধার হল বোমা। পাট কাটতে এসে জমির মধ্যে তিন ব্যাগ ভর্তি বোমা পড়ে থাকতে দেখেন কৃষক। সঙ্গে সঙ্গে তিনি খবর দেন পুলিশকে। এর পর পুলিশ এসে উদ্ধার করে ব্যাগ ভর্তি তাজা বোমা। রবিবার এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর থানার কদম্বগাছিরল সর্দারপাড়া এলাকায়। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

পঞ্চায়েত ভোট মিটলেও বোমা উদ্ধারের ঘটনা বন্ধ হয়নি। রবিবার কদম্বগাছির সর্দারপাড়ায় একটি একটি বেসরকারি কলেজের পাশের পাট ক্ষেত থেকে ব্যাগ ভর্তি তাজা বোমা দেখতে পান এক কৃষক। এই ব্যাগে মোট কত গুলি বোমা ছিল তা জানা যায়নি। স্থানীয় পুলিশ সূত্রে খবর, প্রায় ৩০টির বেশি তাজা বোমা ওই তিনটি ব্যাগে রাখা ছিল। গ্রামবাসী ও তৃণমূল নেতার দাবি, এই বোমা পঞ্চায়েত অশান্তি করার জন্যই মজুদ করেছিল আইএসএফ কর্মী-সমর্থকরা। কিন্তু এ বিষয়ে আইএসএফের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই কদম্বগাছি এলাকায় শনিবার রাতে গুলি চালনার ঘটনায় আহত হন দুই যুবক। তাঁরা এখনও বারাসত হাসপাতালে চিকিৎসাধীন। মোবাইল ছিনতাইয়ে বাধা পেয়ে বাইকে করে আসা দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বোমা উদ্ধারের ঘটনা ঘটল।

Next Article