বনগাঁ: বছর দেড়েক আগে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানা এলাকায় ১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ দায়েরের পর সেই মামলার তদন্তে নামে পুলিশ। গ্রেফতার হয় অভিযুক্ত। নাবালিকা ধর্ষণে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে বনগাঁ মহকুমা আদালত। বুধবার দোষীর শাস্তির ঘোষণা করেছে আদালত। ধর্ষণে দোষীকে ২০ বছরের জেল এবং এক লক্ষ টাকা জরিমানা করেছে আদালত।
এই বিষয়ে সরকারি আইনজীবী অশোক কুমার প্রামানিক বলেছেন, “২০২১ সালের ২ অগস্ট গোপালনগর থানায় নাবালিকা ধর্ষণের মামলা দায়ের হয়। অবশেষে আজ প্রায় দেড় বছর পর অভিযুক্তকে আদালত দোষী সাব্যস্ত করে এবং ২০ বছরের কারাদণ্ড সহ এক লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন অতিরিক্ত জেলা দায়রা ১ নম্বর আদালতের মাননীয় বিচারক শান্তনু মুখোপাধ্যায়। যদি আসামী এক লক্ষ টাকা না দিতে পারে৷ তাহলে জরিমানা অনাদায় আরও এক বছর জেলের সাজা হবে এবং ৫০৬ ধারায় আরও দু বছরের কারাদণ্ড ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায় আরও পাঁচ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। আদালত পকসো আইন অনুযায়ী নাবালিকাকে রাজ্য সরকারের পক্ষ থেকে ১৮ লক্ষ ৭৫ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন ”
আসামী পক্ষের উকিল আশিস সরকার বলেছেন, “আদালত রায় দিয়েছেন পরবর্তীতে আমরা আরো উচ্চ আদালতে আবেদন করছি৷”