Bagda: ক্লাসের ফার্স্ট বয়! রাত পোহালেই ছিল ইংরাজি পরীক্ষা, সকালে ঘর থেকে উদ্ধার অষ্টম শ্রেণির ছাত্রের ঝুলন্ত দেহ
Bagda: রজনিশের দিদি তুতুন রোজি মণ্ডল জানাচ্ছেন, তিনি বাইরে থাকেন। মা নেই। বাবা আর ভাই বাড়িতে থাকে। শুক্রবারও তার সঙ্গে ভাইয়ের কথা হয়েছিল। তিনি বলছেন, এক প্রতিবেশী ফোন করে জানায় ভাই আর নেই।

বাগদা: ক্লাসের ফার্স্ট বয়। ছোট থেকেই এলাকায় মেধাবী ছাত্র বলেই পরিচিত। সেই ছেলেরই অকস্মাৎ মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। পরীক্ষার দিন ঘর থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। যে ছেলে একদিন আগেও সুস্থ-স্বাভাবিক ছিল আচমকা সে কী করে আত্মহত্যা করতে পারে তা ভেবেই কূল-কিনারা খুঁজে পাচ্ছেন না পরিবারের সদস্যরা। মৃতের নাম রজনিশ মণ্ডল (১৪)। অষ্টম শ্রেণিতে পড়ছিল উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ে। বাড়ি বনগাঁ থানা এলাকার জোকা গ্রামে।
শনিবার ছিল স্কুলে ইংরাজি পরীক্ষা। তার প্রস্তুতিও চলছিল পুরোদমে। কিন্তু সেই পরীক্ষা আর দেওয়া হল না। শোকের ছায়া পরিবারে। কিন্তু কী কারণে আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশায় গোটা পরিবার। ধোঁয়াশায় স্কুল কর্তৃপক্ষও। তবে স্কুলের লোকজন বলছেন অতিরিক্ত রজনিশ পড়াশোনায় ভাল হলেও তার উপর তার পরিবারের প্রত্যাশাও ছিল অনেক।
রজনিশের দিদি তুতুন রোজি মণ্ডল জানাচ্ছেন, তিনি বাইরে থাকেন। মা নেই। বাবা আর ভাই বাড়িতে থাকে। শুক্রবারও তার সঙ্গে ভাইয়ের কথা হয়েছিল। তিনি বলছেন, এক প্রতিবেশী ফোন করে জানায় ভাই আর নেই। কিন্তু কেন সে এই কাজ করল সেই উত্তর তার কাছেও নেই। তবে পড়াশোনার চাপ যে ছিল তা স্বীকার করে নিয়েছেন তিনি। অন্যদিকে ইতিমধ্যেই রজনিশের দেহ উদ্ধার করে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বনগাঁ মহকুমা হাসপাতালে।
