বসিরহাট: ফের পাচারের আগেই ছক বানচাল করল বিএসএফ। ওইপারে পাচারের আগেই সীমান্ত থেকে মোটর বাইকের চাকার টিউব থেকে প্রচুর রুপোর গয়না উদ্ধার করল তারা। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে।
বসিরহাটের স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশের হাকিমপুর সীমান্তের ঘটনা। মঙ্গলবার ভোররাতে এক পাচারকারী সহ ৭ দশমিক ৫২৫ কেজি রুপোর গয়না উদ্ধার করল বিএসএফের ১১২ নম্বর ব্যাটালিয়নের এফ কোম্পানির জওয়ানরা। বাংলাদেশে পাচারের আগেই সীমান্তেই বাজেয়াপ্ত করলো এইসব সামগ্রী। উদ্ধারকৃত ওই রুপার গয়নার বাজার মূল্য ৩ লক্ষ ৬১ হাজার ৮৭৭ টাকা বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে।
ওই পাচারকারীর নাম আব্দুল মালেক সরদার, তার বাড়ি সীমান্তের দহরকান্দা গ্রামে। একটি মোটরবাইকের টিউবের মধ্যে রূপোর গহনাগুলি নিয়ে যাচ্ছিল সে। সেই সময় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে বিএসএফ জওয়ানরা।
উদ্ধার হওয়া রূপোর গহনা ও তার ব্যবহৃত মোটরবাইকটি তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেয় বিএসএফ। ধৃত পাচারকারীকে মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। এই কাজের সঙ্গে অন্য কারা জড়িত আছে বা আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে তার কোন যোগাযোগ আছে কিনা তা তদন্ত শুরু করেছে সীমান্তের বিএসএফ জওয়ানরা।
প্রসঙ্গত, বিএসএফের এলাকাবৃদ্ধি (BSF Border) নিয়ে মঙ্গলবার বিধানসভায় সরকারি প্রস্তাব আসবে। কেন্দ্রের বিএসএফের এলাকাবৃদ্ধির সিদ্ধান্ত আদতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপরে আঘাত। এই মর্মেই সরকারি প্রস্তাব আসবে। মঙ্গলবার বিধানসভার দ্বিতীয়ার্ধে সরকার পক্ষের তরফে এই প্রস্তাব নিয়ে বলার কথা উদয়ন গুহ, তাপস রায়, হুমায়ুন কবীর, রফিকুল ইসলাম মন্ডলদের। প্রস্তাব পাঠ করবেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বক্তা হিসাবে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ইতিমধ্যেই পাঞ্জাব বিধানসভায় এই মর্মে প্রস্তাব পাশ হয়েছে। যা সোমবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে মনে করিয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। সীমান্ত থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বিএসএফের হাতে ক্ষমতা দেওয়ার বিরুদ্ধে সরকারের বিধিবদ্ধ ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করে সোমবারেরই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
এদিকে, মঙ্গলবার থেকেই অধিবেশনে আসার কথা বিজেপি পরিষদীয় দলের। এবং তাঁরা এ ক্ষেত্রে সরকারি প্রস্তাবের বিরোধিতা করবে। কারণ, বেআইনি পাচার রোধে, সীমান্তবর্তী এলাকায় শাসক দলের মদতে চলা বেআইনি কার্যকলাপ রোধে সঠিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এদিন আলোচনায় অংশ নিলে সে কথাই বলবে বিজেপি পরিষদীয় দল।
আরও পড়ুন: Corona Outbreak: বড় স্বস্তি! একদিনে সংক্রমণ কমে ৮ হাজারে নামল, কমেছে মৃত্যুও