Kaustav Bagchi: কৌস্তভ বাগচীর বাড়ি ‘ফাঁকা’ করে দিয়েছে চোর! গায়েব মামলার গুরুত্বপূর্ণ নথি

Ananta Chattopadhyay | Edited By: জয়দীপ দাস

Mar 23, 2024 | 1:41 PM

Kaustav Bagchi: সূত্রের খবর, কৌস্তভের টিটাগড়ের বাড়ির তালা ভেঙে ঢুকেছিল চোরের দল। ভেঙে ফেলা হয় ঘরের তালাও। বেশ কিছু ইলেকট্রিক সরঞ্জাম-সহ বেশ কিছু জিনিস চুরি গিয়েছে বলে অভিযোগ। গোটা বাড়িতেই কার্যত তাণ্ডব চালিয়েছে চোরের দল।

Kaustav Bagchi: কৌস্তভ বাগচীর বাড়ি ফাঁকা করে দিয়েছে চোর! গায়েব মামলার গুরুত্বপূর্ণ নথি
চিন্তায় কৌস্তভ
Image Credit source: TV-9 Bangla

Follow Us

টিটাগড়: দীর্ঘদিন কংগ্রেস যাপনের পর কিছুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন। সেই কৌস্তভে বাগচীর (Kaustav Bagchi) বাড়িতেই এবার সাত সকালে চুরির ঘটনায় চাঞ্চল্য। কৌস্তভের দাবি, খোয়া গিয়েছে প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকার জিনিসপত্র। সঙ্গে চুরি গিয়েছে বেশ কিছু মামলার নথিপত্র। ঘটনার নেপথ্যে কী রাজনৈতিক যোগ? কৌস্তভ বলছেন, লোকাল তৃণমূলের লোকজনের তো আমার উপর রাগ আছেই। কেউই সন্দেহের উর্ধে নন। 

সূত্রের খবর, কৌস্তভের টিটাগড়ের বাড়ির তালা ভেঙে ঢুকেছিল চোরের দল। ভেঙে ফেলা হয় ঘরের তালাও। বেশ কিছু ইলেকট্রিক সরঞ্জাম-সহ বেশ কিছু জিনিস চুরি গিয়েছে বলে অভিযোগ। গোটা বাড়িতেই কার্যত তাণ্ডব চালিয়েছে চোরের দল। কিন্তু, কেন চোরেরা মামলার নথি নিতে গেল তা ভেবেই কূলকিনারা পাচ্ছেন না কৌস্তভ। তাতেই বাড়ছে রহস্য। টিটাগড় থানায় অভিযোগ জানিয়েছেন কৌস্তভ। খবর পেয়ে তাঁর বাড়িতে আসে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। কথা বলেন পরিবাররে লোকজনের সঙ্গে। 

ঘটনায় কৌস্তভ বলেন, “সকালে উঠে দেখা যায় মেন গেটের তালা ভাঙা। আরও এক ঘরের তালা ভাঙা। প্রায় ৩ লক্ষ টাকার জিনিস চুরি হয়েছে। ইলেকট্রিকের অনেক জিনিসপত্র চুরি গিয়েছে। বেশ কিছু মামলার কাগজপত্র ছিল। চেম্বারে জায়গার একটু সমস্যা আছে। সে কারণে কিছু কাগজ এখানে থাকত। আশ্চর্যজনকভাবে সেগুলিকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। জানি না কার কী উদ্দেশ্যে কে কী করেছে। পুলিশকে বলা হয়েছে। পুলিশ তদন্ত করবে।” রাজনৈতিক যোগ নিয়ে প্রশ্ন করাতে কৌস্তভ বলেন, “রাজনীতির যোগ আছে কিনা বলতে পারব না। তবে বেশ কিছু মানুষের তো আমার উপর রাগ রয়েছে। এবার গণেশ পুজো করার সময়ে লোকাল তৃণমূলের লোকজন প্যান্ডেল করতে দিতে চাইছিল না। তখন অর্জুন সিংয়ের সঙ্গে কথা বলেছিলাম। উনি হস্তক্ষেপ করাতে সুরাহা হয়। উনি ওদের বিরত করেন। এখানের লোকাল তৃণমূলের লোকজনের তো আমার উপর রাগ আছে। তাই কেউই সন্দেহের উর্ধে নয়। মামলার নথি চুরি যাওয়া খুবই আশ্চর্যজনক বিষয়।” 

Next Article