Sandeshkhali: সন্দেশখালিতে হাওয়া ঘোরাচ্ছেন প্রিয়াঙ্কারা? শয়ে শয়ে মানুষের ভিড় কেবল তাঁর সঙ্গে কথা বলবেন বলে!

অর্ণব ব্রহ্ম | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 23, 2024 | 1:06 PM

Sandeshkhali: বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নেতৃত্বে শনিবার এই ক্যাম্পে যান ২০ জন আইনজীবী। সেই সমস্ত আইনজীবীরা সন্দেশখালি সাধারণ মানুষদের কাছ থেকে নানান ধরনের অভিযোগ নেবেন।

Sandeshkhali: সন্দেশখালিতে হাওয়া ঘোরাচ্ছেন প্রিয়াঙ্কারা? শয়ে শয়ে মানুষের ভিড় কেবল তাঁর সঙ্গে কথা বলবেন বলে!
সন্দেশখালিতে অভিযোগ জানাতে ভিড়
Image Credit source: TV9 Bangla

Follow Us

সন্দেশখালি:  সন্দেশখালিতে শেখ শাহজাহান ও তাঁর দলবলের বিরুদ্ধে জমি দখল-সহ একাধিক অভিযোগ উঠেছে। তপ্ত হয়েছে সন্দেশখালির মাটি। শেখ শাহজাহান, শিব হাজরা, উত্তম সর্দাররা এখন গারদের পিছনে। কিন্তু এখনও সন্দেশখালির প্রত্যেক মানুষ তাঁদের ‘লুঠ’ হয়ে যাওয়া জমি ফেরত পাননি। সাধারণ মানুষদের কথা শোনেনি পুলিশ, অভিযোগ উঠেছে সেরকমই। সেই সমস্ত অসহায় মানুষদের কথা মাথায় রেখে কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে গত সপ্তাহেই সন্দেশখালিতে শিবির করেছেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। শনিবার ফের সন্দেশখালি থানা সংলগ্ন সন্দেশখালি সামাজিক শিক্ষা কেন্দ্রের মাঠে একটি ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নেতৃত্বে শনিবার এই ক্যাম্পে যান ২০ জন আইনজীবী। সেই সমস্ত আইনজীবীরা সন্দেশখালি সাধারণ মানুষদের কাছ থেকে নানান ধরনের অভিযোগ নেবেন। ইতিমধ্যে সন্দেশখালির বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা সেই ক্যাম্পে ভিড় জমিয়েছেন। ছোট ছোট টোকেন লিখে ক্যাম্পের বাইরে লাইন দিয়েছে। শয়ে শয়ে মানুষ লাইন দিয়েছেন।

শনিবার সকাল থেকেই মানুষ ভিড় জমান সেই ক্যাম্পের বাইরে। ক্যাম্প শুরু হওয়ার আগে থেকেই ভিড় ছিল চোখে পড়ার মতো। গত শনিবারও ক্যাম্পে প্রচুর মানুষ অভিযোগ জানাতে আসেন। শাহজাহানদের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে। তবে বেশিরভাগ অভিযোগ ছিল জমি দখলেরই। প্রিয়াঙ্কা আগেই জানিয়েছিলেন, এই সমস্ত অভিযোগ কলকাতা হাইকোর্টে হলফনামা আকারে জমা দেওয়া হবে। গত শনিবারই সন্দেশখালিতে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা বলেছিলেন, “এখানকার মানুষ সব থেকে বেশি এখন আমাদের ওপরেই ভরসা রাখছেন।”

প্রসঙ্গত, ১৪৪ ধারা থাকাকালীনই বারবার বিজেপির প্রতিনিধি দল সন্দেশখালির নির্যাতিতদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে। কিন্তু বারবার পুলিশি বাধার মুখে পড়ে। বাধার মুখে পড়ে আহত হতে হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও। তৃণমূলের জনগর্জন সভার দিনই সন্দেশখালিতে সভা করেন শুভেন্দু। এবার অভিযোগ ক্যাম্প!

Next Article