বসিরহাট: আট দিনের সিবিআই হেফাজত শেষে শুক্রবার ফের আদালতে পেশ করা হয়েছিল শেখ শাহজাহানকে। ইডির উপর হামলার ঘটনায় ধৃত শাহজাহানকে এদিন ফের একবার নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বসিরহাট আদালতের বিচারক এদিন ফের শাহজাহানের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন। আরও ৬ দিনের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের ঘেরাটোপেই থাকবে সন্দেশখালির ‘বাঘ’। শেখ শাহজাহানকে আগামী ২৮ মার্চ পর্যন্ত ৬ দিনের সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। একইসঙ্গে ধৃত মেহেবুর মোল্লা ও সুকমল সর্দারকেও ২৮ মার্চ পর্যন্ত সিবিআই হেঝাতের নির্দেশ দেওয়া হয়েছে।
এর পাশাপাশি শেখ আলমগীর ও মাফুজার মোল্লাকে ৩১ মার্চ পর্যন্ত ৯ দিনের সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে বসিরহাট আদালত। অপর দুই ধৃত জিয়াউদ্দিন মোল্লা ও দিদার বক্সকেও ২৬ তারিখ পর্যন্ত অর্থাৎ ৪দিনের জন্য সিবিআই হেফাজতে পাঠানো হয়েছে। এছাড়া ধৃত ফারুক আকুঞ্জি ও সিরাজুল মোল্লাকে আগামী ২৮ মার্চ পর্যন্ত ৬ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। অর্থাৎ, এদিন সন্দেশখালির ঘটনায় যতজনকে আদালতে পেশ করা হয়েছিল, তার মধ্যে ফারুক আকুঞ্জি ও সিরাজুল মোল্লা বাদে বাকি সকলেই থাকছে সিবিআই-এর ঘেরাটোপে।
গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালির সড়বেড়িয়ায় শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিল ইডির টিম। সেদিন শাহজাহানের বাড়িতে তো ঢুকতেই পারেননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা, উল্টে তাঁদের দিকে ধেয়ে এসেছিল এক তীব্র জনরোষ। সেদিনের ঘটনায় কারা কারা জড়িত ছিল, সেই প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে নেমেছে সিবিআই। এবার শাহজাহানের সঙ্গে সন্দেশখালির তদন্তে ধৃত আরও ৬ জনকে নিজেদের হেফাজতে পেল সিবিআই। এখন দেখার পরবর্তীতে এই তদন্ত কোন দিকে মোড় নেয়।