CAA in Bagda: বাগদায় খোলা হল CAA ক্যাম্প, নথি নিয়ে হাজির হচ্ছেন বাসিন্দারা
Bagda: বাংলাদেশে তাঁদের বাবা-মায়ের জন্মের প্রমাণপত্র, ভারতীয় হিসেবে প্রয়োজনীয় প্রমাণপত্র নিয়ে তাঁরা অনলাইনে আবেদন করছেন।

বাগদা: দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হওয়ার পরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এ রাজ্যে সিএএ কার্যকর হবে না। তবে এবার সেই সিএএ-র জন্য শিবিরের ব্যবস্থা করা হল। উত্তর ২৪ পরগনার বাগদায় সেই শিবিরের আয়োজন করা হয়েছে। অনলাইনে আবেদন করাচ্ছেন পঞ্চায়েত সমিতির বিজেপির বিরোধী দলনেতা।
উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের বিজেপির পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সৌরভ গোয়ালী বাগদার চোয়াটিয়া বাজারে নিজের অফিসে বিশেষ শিবিরের ব্যবস্থা করেছেন। সেখানে গিয়ে মানুষজন সিএএ-র জন্য অনলাইনে আবেদন করতে পারছেন। ইতিমধ্যেই এই শিবিরে উপস্থিত হয়ে সিএএ-এর জন্য অনলাইনে আবেদন করেছেন অনেকে। যুধিষ্ঠির মণ্ডল ও বিজয় বিশ্বাস নামে এলাকার বাসিন্দারা অনলাইনে আবেদনপত্র জমা দিচ্ছেন।
তাঁরা জানিয়েছেন, বাংলাদেশে তাঁদের বাবা-মায়ের জন্মের প্রমাণপত্র, ভারতীয় হিসেবে প্রয়োজনীয় প্রমাণপত্র নিয়ে তাঁরা অনলাইনে আবেদন করছেন। যুধিষ্ঠির মণ্ডল নামে এলাকার এক বাসিন্দা জানিয়েছেন তিনি ১৯৯৩ সালে ভারতে এসেছেন। বাংলাদেশের প্রমাণপত্র এবং ভারতীয় প্রমাণপত্র নিয়ে তিনি বৃহস্পতিবার আবেদন করেছেন। অমলানন্দ ব্রহ্মচারী নামে জানিয়েছেন তিনিও সিএএ এর জন্য আবেদন করতে এসেছেন ।মুখ্যমন্ত্রী সি এ এ এর আবেদনের প্রয়োজন নেই বলেছেন এই প্রসঙ্গে অমলানন্দ বাবু বলেছেন যে যার মতন বলছেন কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন আবেদন করতে আমরা সেই কারণে আবেদন করছি।
এই বিষয়ে বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সৌরভ গোয়ালী বলেন, “আমরা বিশেষ শিবির করে সাধারণ মানুষকে সিএএ-এর জন্য আবেদন করার ব্যবস্থা করে দিচ্ছি। মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর মতো বলেছেন, কিন্তু এটা আইনে রূপান্তরিত হয়েছে। সেই কারণে সাধারণ মানুষ আবেদন করছেন। তাঁদের আমরা সহযোগিতা করছি।”
এই বিষয়ে বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি নিউটন বালা বলেন, “প্রায় এক বছর সিএএ লাগু হয়েছে কিন্তু সাধারণ মানুষের তেমন সাড়া পড়েনি। মানুষ বলছে, আমরা নিঃশর্ত নাগরিকত্ব চাই, শর্তসাপেক্ষে নাগরিকত্ব চাই না। কিছু কিছু বিজেপির নেতারা ছোট ছোট ক্যাম্প করে মানুষকে ভুল বুঝিয়ে আবেদন করাচ্ছে।”
