Basirhat Cannabis Recover: রাস্তার ধারে পড়ে রয়েছে বস্তা, কাছে গিয়ে বাঁধন খুলতেই চোখ কপালে বিএসএফ-এর

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 04, 2022 | 2:21 PM

Basirhat: উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানার নিত্যানন্দকাটি গ্রামের ভারত-বাংলাদেশ তারালি সীমান্তের ঘটনা।

Basirhat Cannabis Recover: রাস্তার ধারে পড়ে রয়েছে বস্তা, কাছে গিয়ে বাঁধন খুলতেই চোখ কপালে বিএসএফ-এর
বসিরহাট থেকে উদ্ধার গাঁজা (নিজস্ব ছবি)

Follow Us

বসিরহাট: কখনও সাইকেলে, কখনও ট্রাক্টরে, কখনও বাইকের চাকায় অভিনব কায়দায় একাধিকবার মাদক পাচারের খবর প্রকাশ্যে এসেছে। তবে কড়া হাতে ব্যবস্থা গ্রহণ করেছে বিএসএফ। এবারও একই ঘটনা। সীমান্তে কাঁটাতারের পাশ থেকে প্রায় লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার করল বিএসএফ।

উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানার নিত্যানন্দকাটি গ্রামের ভারত-বাংলাদেশ তারালি সীমান্তের ঘটনা। সেখানে প্রায় ১৩ কেজি গাজা উদ্ধার করল ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। ১১২ নাম্বার ব্যাটেলিয়নের সি কোম্পানির ইন্সপেক্টর লেখরাজ মিনার কাছে গোপন সূত্রে খবর আসে, একেবারে কাঁটাতারার কাছে পাটকাঠি দিয়ে ঢাকা সন্দেহজনক বস্তা পড়ে রয়েছে।

খবর পেয়ে বিএসএফ ঘটনাস্থলে গিয়ে বস্তাটিকে উদ্ধার করে। তার মধ্যে থেকে প্রায় ১৩ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। উদ্ধার হওয়া গাঁজা তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি বিএসএফ।

তবে বিএসএফের প্রাথমিক ধারণা, কেউ বা কারা এই গাঁজা বাংলাদেশে পাচার করার উদ্দেশে নিয়ে যাচ্ছিল। সেইসময় টহলরত বিএসএফকে দেখে ওই গাঁজা রেখে তারা পালিয়ে যায়।

Next Article