সোদপুর: যাত্রীবাহী চারচাকা গাড়ি। সেই গাড়ির সামনের ২টি আসন থাকলেও পিছনে নেই কোনও আসন। পিছনের আসনের জায়গায় হাত, পা বাঁধা অবস্থায় রয়েছে গরু। সেই গরু পাচার করা হচ্ছে বলে অভিযোগ। গাড়িতে গরু দেখে পুলিশ তাড়া করে ওই গাড়িটিকে। তখন গাড়িটি পালানোর চেষ্টা করে। পালাতে গিয়ে দ্রুত গতির জেরে দুর্ঘটনার কবলে পড়ে। ধাক্কা মারে রাস্তায় থাকা ডিভাইডারে। সেই অবস্থাতেই চালক-সহ গাড়িতে থাকা ব্যক্তি পালিয়ে যান সেখান থেকে। এর পর ওই গাড়িকে আটক করে পুলিশ। উদ্ধার করে গরুগুলিকে। যে গাড়িতে করে গরু নিয়ে যাওয়া হচ্ছিল সেই গাড়িতে ছিল তৃণমূলের পতাকা। তৃণমূলের সঙ্গে জড়িত কেউ এই গরুপাচার করছিল বলে অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধীরা। সেই অভিযোগ অস্বীকার করে, এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলে দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার সোদপুরে।
তৃণমূলের পতাকা লাগিয়ে গাড়ি করে গরু পাচারের সময় সোদপুর ট্রাফিক মোড়ে দায়িত্বে থাকা ট্রাফিক আধিকারিকরা বাধা দিতে গেলে সেই গাড়ি দ্রুত গতিতে বি টি রোড ধরে পালানোর চেষ্টা করে। সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে সোদপুর দত্ত রোডের কাছে ডিভাইডারে ধাক্কা মারে। ঘটনার পর গাড়ির চালকসহ অন্যান্য ব্যক্তিরা পালিয়ে যায়। ঘাতক গাড়িটিকে গরু সমেত খড়দহ থানার পুলিশ আটক করে। তারপর গাড়ি থেকে পাচার হওয়া গরুকে উদ্ধার করে পুলিশ।
গাড়িতে তৃণমূলের পতাকা থাকা উঠছে প্রশ্ন। এই ঘটনায় তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্য বিজেপি নেতা কিশোর কর বলেন, “গরু পাচারের ঘটনা তৃণমূলের সংস্কৃতি। ধরা পড়ে যাওয়ায় এখন দোষ ঢাকতে বিরোধীদের দিকে আঙুল তুলছে তৃণমূল।” খড়দহ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দিব্যেন্দু চৌধুরী বলেছেন, “ঘটনা দুর্ভাগ্যজনক। কিন্তু গাড়ির সামনে তৃণমূলের পতাকা লাগিয়ে তৃণমূল দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বিরোধীরা। তৃণমূলের কেউ এ রকম কাজ করতে পারেন না”