উত্তর ২৪ পরগনা: ভুয়ো সিবিআই এবার সিবিআই-এর জালে। ইছাপুর থেকে এক ভুয়ো সিবিআই আধিকারিককে গ্রেফতার করা হয়। নাম সম্রাট রায়। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক ভুয়ো নথি,নকল আই কার্ড,পে স্লিপ, নকল স্ট্যাম্প-সহ প্রচুর নথি।
সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে সিবিআই-এর একটি বিশেষ প্রতিনিধি দল উত্তর ২৪ পরগনার ইছাপুর থেকে সম্রাট রায় নাম এক ব্যক্তিকে গ্রেফতার করে। ভুয়ো সিবিআই অফিসার সেজে একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে এই সম্রাট রায়ের বিরুদ্ধে।
বৃহস্পতিবার সিবিআই-এর ছয় জনের প্রতিনিধিদল বিশেষ অভিযান চালায়। তাঁকে ইছাপুরের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক ভুয়ো নথি উদ্ধার হয়েছে। নকল আই কার্ড, পে স্লিপ, নকল স্ট্যাম্প-সহ একাধিক নথি উদ্ধার করেছে সিবিআই-এর প্রতিনিধিরা।
কেবল বাংলাতেই নয়, সম্রাট নামে এই ব্যক্তি অসমেও সিবিআই অফিসার পরিচয় দিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ। পরবর্তীতে অসম সিবিআই দফতরে অভিযোগ জানান এক ব্যক্তি। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে সিবিআই আধিকারিকরা জানতে পারেন, সম্রাট রয়েছেন উত্তর ২৪ পরগনার ইছাপুরের বাড়িতে। গোপন সূত্রে খবর পেয়ে, সেখানে হানা দেন সিবিআই অফিসাররা।
তাঁকে বেশ কিছু প্রশ্ন করা হয়। কিন্তু তাঁর কথায় অসঙ্গতি থাকায় তাঁকে গ্রেফতার করে সিবিআই। আজ অভিযুক্তকে আদালতে পেশ করা হবে। এরপর ট্রানজিট রিমান্ডে তাঁকে অসমে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে। তবে একটি বিষয় উল্লেখ্য, সম্রাট সিবিআই অফিসার পরিচয় দিয়ে ঠিক কী ধরনের প্রতারণা করেছেন, তা তদন্তের স্বার্থে এখনই স্পষ্ট করেনি সিবিআই।