Dakshineswar School: ক্লাসে ৭ জনের চুল কেটে নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 29, 2022 | 10:07 AM

Dakshineswar School: স্কুল সূত্রে জানা গিয়েছে, নবম শ্রেণির ভৌত বিজ্ঞানের ক্লাস চলাকালীন ক্লাসের মধ্যে সিস দেওয়ার ঘটনা ঘটে। সেই সময় ক্লাসের যিনি শিক্ষিকা ছিলেন, তিনি জানতে চান কোন ছাত্র এই আওয়াজ করেছে।

Dakshineswar School: ক্লাসে ৭ জনের চুল কেটে নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে
এই স্কুলেই ঘটেছে বিতর্কিত ঘটনা

Follow Us

উত্তর ২৪ পরগনা: ক্লাসে সিস দেওয়ার অপরাধে সাত জন ছাত্রের মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠল শিক্ষিকার বিরুদ্ধে। স্কুলের ক্লাসে সিস দেওয়ার অপরাধে ৬ জন ছাত্রকে মাথার চুল কাঁচি দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। বিতর্কিত ঘটনাটি ঘটেছে দক্ষিণেশ্বর আরিয়াদহ কালাচাঁদ স্কুলে।

স্কুল সূত্রে জানা গিয়েছে, নবম শ্রেণির ভৌত বিজ্ঞানের ক্লাস চলাকালীন ক্লাসের মধ্যে সিস দেওয়ার ঘটনা ঘটে। সেই সময় ক্লাসের যিনি শিক্ষিকা ছিলেন, তিনি জানতে চান কোন ছাত্র এই আওয়াজ করেছে। কিন্তু সেভাবে কারোর কাছ থেকেই তিনি উত্তর পাননি। অভিযোগ, সন্দেহবশত ৭ জন ছাত্রকে স্কুলের প্রধান শিক্ষিকা ইন্দ্রানী মজুমদারের ঘরে নিয়ে যায় ওই ক্লাস শিক্ষিকা।

প্রধান শিক্ষিকা ইন্দ্রানী মজুমদার জানতে চান, আসলে কাজটা কে করেছে? কিন্তু তখনও কারোর কাছ থেকেই উত্তর পাননি। অভিযোগ, স্রেফ অনুমান করেই ওই ৭ জন ছাত্রর চুল প্রধান শিক্ষিকা কাঁচি দিয়ে কেটে দেন। এমনটাই অভিযোগ আলমবাজার এলাকার ছাত্র সায়ন্তন মান্নার পরিবারের লোকজনদের।

পরিবারের অভিযোগ, ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছে ছাত্ররা। ছাত্রদের পরিবারের বক্তব্য, শাস্তি অনেক রকমেরই হতে পারে। কিন্তু এই ধরনের শাস্তি তাঁরা মেনে নিতে পারছেন না। কিন্তু এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল প্রধান শিক্ষিকার সঙ্গে। তা সম্ভব হয়নি। স্কুলের তরফেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না।

Next Article