পানিহাটি: আবাসনের লিফটের নিচ থেকে উদ্ধার হল এক ব্যক্তির দেহ। তিন দিন নিখোঁজ ছিলেন তিনি। তারপর আজ উদ্ধার হল ওই ব্যক্তির দেহ। ঘটনাস্থলে পৌঁছেছে খরদহ থানার পুলিশ।
মৃতের নাম পরিতোষ দে (৬২)। তিনি উত্তর ২৪ পরগনার পানিহাটি সুখচর এলাকার বাসিন্দা। আবাসনে একাই তিনি থাকতেন। তবে বিগত তিন দিন ধরে খোঁজ মিলছিল না ওই ব্যক্তির। ফলত, তন্ন-তন্ন করে খুঁজছিল পরিবার।
এরপর আজ দুপুরে লিফটের ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। আর তারপরেই সন্দেহ হয় আবাসনের বাসিন্দাদের। তাঁরাই খবর দেন খড়দহ থানার পুলিশকে। পুলিশ এসে ঘটনাস্থলে দেখে লিফটের নিচে মৃত অবস্থায় পড়ে রয়েছে পরিতোষ দে-র। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা আবাসন চত্বরে। ব্যক্তির মৃত্যুতে রহস্য দানা বেধেছে। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার পাশাপাশি ঘটনা তদন্ত শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শী অরুণ বন্দ্যোপাধ্যায় বলেন, “তিনদিন আগে আমরা সাসপেক্ট করেছি যে উনি মারা গিয়েছে। এরপর আজ প্রচন্ড দুর্গন্ধ বেরচ্ছিল। সেই সময় আমরা খবর দিই পুলিশে। আর পুলিশ এসে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে।”