Sandeshkhali Situation: ‘সন্দেশখালির পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে’, বললেন বারাসতের ডিআইজি

Supriyo Guha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 14, 2024 | 6:08 PM

Sandeshkhali Situation: সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশের উচ্চপদস্থ এই কর্তা বলেন, "অনেকদিন ধরেই সন্দেশখালির পরিস্থিতি স্বাভাবিক আছে। নিয়ন্ত্রণেই আছে। পরিস্থিতি আরও একটু ভাল হোক, এটাই চাইছে রাজ্য সরকার ও পুলিশ। সবরকম ব্যবস্থা করা হচ্ছে। অনেক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।"

Sandeshkhali Situation: সন্দেশখালির পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে, বললেন বারাসতের ডিআইজি
পরিস্থিতি নিয়ে মন্তব্য পুুলিশের
Image Credit source: TV9 Bangla

Follow Us

সন্দেশখালি: অগ্নিগর্ভ সন্দেশখালিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করা হয়েছে এলাকায়। প্রথম দফায় গোটা ১৪৪ ধারা জারি করা হয়েছিল। পরে হাইকোর্টের নির্দেশের সেটা তুলে নেওয়া হলেও বুধবার ফের নতুন করে ১৯টি জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেই আবহেই পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে। বুধবার যখন টাকিতে বিক্ষোভ দেখাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অন্যদিকে তখন বারাসত রেঞ্জের ডিআইজি সুমিত কুমার দাবি করেছেন, বেশ কিছুদিন ধরেই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশের উচ্চপদস্থ এই কর্তা বলেন, “অনেকদিন ধরেই সন্দেশখালির পরিস্থিতি স্বাভাবিক আছে। নিয়ন্ত্রণেই আছে। পরিস্থিতি আরও একটু ভাল হোক, এটাই চাইছে রাজ্য সরকার ও পুলিশ। সবরকম ব্যবস্থা করা হচ্ছে। অনেক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।”

তবে কোনও ঝামেলা হলেই যে আসরে নামবে পুলিশ, তেমনটাই দাবি করেছেন ওই পদস্থ কর্তা। সুমিত কুমার বলেন, “সবাইকে অনুরোধ, ভাল থাকুন, কোনও ঝামেলায় জড়াবেন না। যাঁরা ঝামেলা করছেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হচ্ছে।” এই প্রসঙ্গে মঙ্গলবার বসিরহাটে যে বিক্ষোভ হয়েছে, সে কথা উল্লেখ করেন পুলিশ আধিকারিক। তিনি বলেন, “বসিরহাটে ঝামেলা হয়েছিল, তার জন্য অনেককে গ্রেফতার করা হয়েছে। কাউকে ছাড়া হবে না আবারও সতর্ক করছি।”

Next Article