Dumdum Lok Sabha: ভোটের আগেই দমদম লোকসভায় ‘খেলা’ ঘুরিয়ে দিল TMC!

Ananta Chattopadhyay | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 26, 2024 | 12:54 PM

Dumdum Lok Sabha Election 2024: এ প্রসঙ্গে তৃণমূল নেতা প্রবীর রাজবংশী বলেন, "এই দলবদলের পরে কংগ্রেসের পতাকা ধরার মতো আর কেউ আছে বলে আমার জানা নেই। এদের প্রত্যেকেরই একটা ক্ষোভ রয়েছে সিপিএম-এর উপরে। ওদের বক্তব্য এতদিন সিপিএম-এর সঙ্গে লড়াই ছিল।"

Dumdum Lok Sabha: ভোটের আগেই দমদম লোকসভায় খেলা ঘুরিয়ে দিল TMC!
খড়দহে দলবদল
Image Credit source: Tv9 Bangla

Follow Us

দমদম: ষষ্ঠ দফা শেষ হয়েছে। বাকি আর এক দফার নির্বাচন। তার মধ্যে অন্যতম কেন্দ্র হল দমদম লোকসভা। আর সেইখানেই কিন্তু খানিকটা শক্তি বৃদ্ধি করে নিল তৃণমূল। ভোটের ঠিক এক সপ্তাহ  আগে ওই কেন্দ্রেই বড়সড় ভাঙন কংগ্রেসে। হাত শিবিরের এক নেতা সহ ৭০ জন কর্মী যোগদান করলেন তৃণমূলে। ফলত, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ভোটে কার্যত কিছুটা এগিয়ে গেল তৃণমূল।

জানা যাচ্ছে, রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের হাত থেকে কংগ্রেসের খড়দহ ব্লক সভাপতি শ্যামল সরকার ও অঞ্চল সভাপতি তপন দে- সহ ৭০ জন কংগ্রেস কর্মী যোগ দিলেন তৃণমূলে। তবে দলের প্রতিক্রিয়া যে এই যোগাদানের ফলে আসন্ন লোকসভা ভোটে কোনও রকম প্রভাব পড়বে না।

এ প্রসঙ্গে তৃণমূল নেতা প্রবীর রাজবংশী বলেন, “এই দলবদলের পরে কংগ্রেসের পতাকা ধরার মতো আর কেউ আছে বলে আমার জানা নেই। এদের প্রত্যেকেরই একটা ক্ষোভ রয়েছে সিপিএম-এর উপরে। ওদের বক্তব্য এতদিন সিপিএম-এর সঙ্গে লড়াই ছিল। এখন তাদের নিয়েই ভোট করতে হবে। কংগ্রেসের এই নেতারা চাইছেন না কাস্তে-হাতুড়ি-তারা চিহ্নে ভোট দিতে। সেই কারণেই তাঁরা দলবদল করলেন।” অপরদিকে, দলবদলু কংগ্রেস নেতা নীল চক্রবর্তী বলেন, “কংগ্রেস বৃহত্তর দল। তার উত্থান-পতন সব আছে। এটা সমুদ্রের মতো। একটু যদি সেখান থেকে জল তুলে নেওয়া হয় তাহলে কি সমুদ্রের জল কমে যাবে?”

Next Article