Barasat Blast: দত্তপুকুরে বিস্ফোরণে মৃত ৯, কারা এঁরা?
Duttapukur Blast: তবে শুধু রবিউল নয়, বাজি কারখানার বাড়ির মালিক সামশের আলিরও মৃত্যু হয়েছে। এছাড়াও, এক নাবালক রয়েছে।
বারাসত: রবিবার দত্তপুকুরে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়। জানা যাচ্ছে সেই তালিকায় রয়েছে বাজি কারখানার মালিক কেরামত শেখের ছেলে রবিউল আলিও। বছর ২২-এর রবিউলও বিস্ফোরণের দিন ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে জানা যাচ্ছে। তবে শুধু রবিউল নয়, বাজি কারখানার বাড়ির মালিক সামশের আলিরও মৃত্যু হয়েছে। এছাড়াও, এক নাবালক রয়েছে।
সূত্রের খবর, যে ন’জনের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন রনি শেখ (১৬)। জিরাথ শেখ (৫০), কলেজ শেখ(৪৫)আন্দাজ শেখ(১৯),মাসুম শেখ( ১৮), সাহাবাজ আলম(২৪),কেরামত আলি(৪৫),রবিউল আলি (২২), ও সামসের আলি(৫২)। এদের মধ্যে সাহাবাজ আলম ঝাড়খন্ডের বাসিন্দা।
এদের মধ্যে চার জনের বাড়ির লোক জানত ঠিকা শ্রমিকের কাজে তারা বারাসতে এসেছিল। বাড়ির থেকে কাজে বেরিয়ে যে এই ভাবে মারা যাবে, তা ভেবেই উঠতে পারছেন মৃতদের পরিবার। জানা যাচ্ছে, এদের মধ্যে রনি শেখ, মাসুম শেখ, কলেজ শেখ এবং জিরাথ শেখ একই পরিবারার সদস্য।
মৃতের পরিবার এক সদস্য জানান, “ওরা বলে এসেছিল শ্রমিকের কাজ করতে যাচ্ছে। ওরা যে বাজি বানাত তা আমি জানতাম না। আমরা কিছুই জানিনা। আমাদের বাড়ি মুর্শিদাবাদে।”