গাইঘাটা: তিন দিন হতে চলল। এখনও দত্তপুকুরে দেহ উদ্ধারের ঘটনায় কাটা মুণ্ড উদ্ধার করতে পারেনি পুলিশ। মিলেছে কাটা হাত। সঙ্গে সেই হাতে উল্কি। তবে এত কিছুর পরও মেলেনি কাটা মাথা। তবে দেহটি কার তা নিয়ে খোঁজ খবর শুরু করেছিল পুলিশ। অবশেষে সনাক্ত করা সম্ভব হল মৃতদেহটি। জানা যাচ্ছে, দেহটি হজরত লস্কর নামে এক ব্যক্তি।
কে এই হজরত লস্কর?
উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটার আঙুলকাটা গ্রামের বাসিন্দা হজরত লস্কর। বয়স আনুমানিক ৪০। গত দু তারিখ থেকে নিখোঁঝ ছিলেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মূলত চুরি ছিনতাই এই ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর নামে একাধিক থানায় অভিযোগ রয়েছে। মাদক পাচারের ঘটনাতেও হজরত গ্রেফতার হয়েছে অতিতে। বরানগর হাওড়া ও হুগলি এই চত্বরে চুরি ছিনতাইয়ের কাজ করতেন। একটা বড় গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন হজরত। একাধিক বিয়ে করেছেন বলেও পুলিশ সূত্রে জানা যাচ্ছে।
পুলিশ সূত্রে এও খবর, উত্তরপাড়া থানার কোনও এক অফিসারের সহযোগিতায় হজরত সম্প্রতি চুরি-চামারি ছেড়ে সৎপথে রোজগারের চেষ্টা করছিল। নিজের গ্রুপের বেশ কয়েকজনকে ধরিয়ে দিয়েছিল পুলিশকে বলে খবর। সেই কারণেই কি তাঁকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হল? তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশ বছর আটত্রিশের ওয়েদুল গাজি নামে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।