ED: দেগঙ্গার তৃণমূল নেতা যেন ‘ধনপতি’, ইডির তল্লাশিতে চাঞ্চল্যকর তথ্য সামনে

সুজয় পাল | Edited By: সায়নী জোয়ারদার

Jul 30, 2024 | 2:35 PM

ED Raid: রাইস মিলের পাশে রয়েছে একটি সাদা বাড়ি। যে বাড়িতে মুকুল ও বিদেশ থাকেন বলে খবর। সে বাড়ির গায়েই একটি তৃণমূলের কার্যালয় রয়েছে। এমনও এলাকার লোকজন বলছেন, আনিসুর রহমান ওরফে বিদেশ দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।

ED: দেগঙ্গার তৃণমূল নেতা যেন ধনপতি, ইডির তল্লাশিতে চাঞ্চল্যকর তথ্য সামনে
আনিসুর রহমান বিদেশ।
Image Credit source: Facebook

Follow Us

উত্তর ২৪ পরগনা: মঙ্গলবার সকাল থেকে হইচই পড়ে গিয়েছে দেগঙ্গায়। ইডির একটি বিশাল টিম পৌঁছেছে সেখানে। দেগঙ্গা ব্লকের বেড়াচাপায় পিজি হাই টেক রাইস মিলে অভিযান চালায় ইডি। আর এরপরই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। জানা গিয়েছে, এই মিলের মালিক আলিফ নূর মুকুল ও আনিসুর রহমান ওরফে বিদেশ। তাঁরা রেশন দুর্নীতিতে ধৃত বাকিবুর রহমানের মামাতুতো ভাই। এলাকার লোকজনের দাবি, এই বিদেশ তৃণমূল নেতা।

রাইস মিলের পাশে রয়েছে একটি সাদা বাড়ি। যে বাড়িতে মুকুল ও বিদেশ থাকেন বলে খবর। সে বাড়ির গায়েই একটি তৃণমূলের কার্যালয় রয়েছে। এমনও এলাকার লোকজন বলছেন, আনিসুর রহমান ওরফে বিদেশ দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।

ইডি সূত্রে খবর, আলিফ নূর মুকুল ও আনিসুর রহমান ওরফে বিদেশের চালকল ছাড়াও পারিবারিক বি.এড, ডি.এলএড কলেজ রয়েছে। আবাসিক মিশনও আছে। ২০১৬ সালের আগ পর্যন্ত বাম সমর্থক হিসাবে নাকি এলাকায় পরিচিত ছিলেন বিদেশ। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের প্রচারে দেগঙ্গায় ৫২টি সিংহ-পুতুল নিয়ে মিছিলও করেছিলেন। নির্বাচনের পর রাজনৈতিক ‘মতাদর্শ’ বদলায় তাঁর। তৃণমূলে যোগ দেন আনিসুর রহমান।

২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে দেগঙ্গা পঞ্চায়েত সমিতি থেকে নির্বাচনে দাঁড়ান আনিসুর ওরফে বিদেশ। পূর্ত কর্মাধ্যক্ষ হন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর দেগঙ্গা-১ ব্লকের সভাপতি হন তিনি। স্থানীয় সূত্রে খবর, বিদেশ এখন হোটেল ব্যবসাতেও হাত পাকিয়েছেন। এই মুকুল-বিদেশদের বাড়ির গ্যারাজেই সারি সারি গাড়ি দাঁড় করানো। সব মিলিয়ে কোটি টাকা দাম হবে। গাড়ির মালিক কারা, তাও জানতে কাগজপত্র দেখছে ইডি।

Next Article