বিধাননগর: ফের ভুয়ো কল সেন্টারের হদিশ মিলল সল্টলেকে। কল সেন্টারের নামে প্রতরণা চক্র চলত সেখানে। গোয়েন্দা সূত্রে সেই খবর যায় পুলিশের কাছে। মঙ্গলবার বিকালে বিধান নগর গোয়েন্দা শাখা ও ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ যৌথ অভিযান চালায়। ভুয়ো কল সেন্টারে অভিযান চালিয়ে মোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে বিধাননগরের পুলিশ। এই ৩৪ জনের মধ্যে রয়েছেন ১২ জন মহিলা। ধৃতদের বুধবার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়েছিল। সেখানে ধৃতদের পুলিশি হেফাজতে রাখার আবেদন জানানো হয়।
পুলিশ সূত্র মারফত খবর পেয়ে সেক্টর ফাইভের শৈল টাওয়ারে ছতলায় হানা দেয়। সেখানেই ফাঁস হয় ভুয়ো কল সেন্টার চক্রের পর্দা। ওই অফিস থেকে ২২ জন ছেলে এবং ১২ জন মেয়েকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, টাওয়ার বসানো এবং লোন দেওয়ার নাম করে দেশের বিভিন্ন প্রান্তে ফোন করে প্রতারণা চালানো হত ওই কল সেন্টারের মাধ্যমে। পুলিশ জানিয়েছে, জিও-র টাওয়ার বসানোর নাম করে প্রতারণা চলত বলে জানিয়েছে বিধাননগরের পুলিশ। পাশাপাশি জিও ফিনান্স সার্ভিসের নাম ভাঙিয়ে লোন পাইয়ে দেওয়ার নামেও চলত প্রতারণা।
জিও মোবাইল পরিষেবার টাওয়ার বসানোর নামে ওই কল সেন্টারের কর্মীরা ফোন করতেন। নিজেদের জিও-র কর্মী বলে পরিচয় দিয়ে মোবাইল টাওয়ার বসানোর প্রস্তাব দিতেন। বাড়িতে টাওয়ার বসাতে কেউ আগ্রহী হলে তাঁর থেকে সিকিউরিটি ডিপোজিট চাওয়া হত। এ ভাবেই প্রতারণা চালানো হত বলে জানা গিয়েছে। বিভিন্ন রাজ্যে মোবাইল ব্যবহার করেই ফোন করা হত বলে জানা গিয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক থারায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি এই ভুয়ো কল সেন্টারের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছেন কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।