Bhatpara: ফের উত্তপ্ত ভাটপাড়া, যুবককে লক্ষ্য করে পরপর গুলি

Ananta Chattopadhyay | Edited By: সায়নী জোয়ারদার

Aug 28, 2023 | 6:18 PM

North 24 Parganas: ৩৫ নম্বর ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। সেখানেই বিকাশকে লক্ষ্য করে গুলি করা হয় বলে অভিযোগ। পর পর দু'টি গুলি করা হয় বিকাশকে।

Bhatpara: ফের উত্তপ্ত ভাটপাড়া, যুবককে লক্ষ্য করে পরপর গুলি
প্রতীকী ছবি

Follow Us

উত্তর ২৪ পরগনা: ফের ভাটপাড়ায় চলল গুলি। সোমবার কাঁকিনাড়া জুটমিলের এক শ্রমিককে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ যুবকের নাম বিকাশ বেহরা। তাঁর পায়ে গুলি লাগে বলে স্থানীয় সূত্রে খবর। কী কারণে গুলি চলল তা এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, বিকাশ ভাটপাড়ার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর পরিবারের অভিযোগ, একদল দুষ্কৃতী এলাকা থেকেই তাঁকে তুলে নিয়ে যায়। ৩৫ নম্বর ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। সেখানেই বিকাশকে লক্ষ্য করে গুলি করা হয় বলে অভিযোগ। পর পর দু’টি গুলি করা হয় বিকাশকে। একটি পায়ে লাগে বলে। এরপরই গুরুতর অবস্থায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বিকাশের বাবা রাজু বেহরা বলেন, “আমরা কারখানায় কাজ করছিলাম। শুনলাম ওকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেছে। পর পর দু’টো গুলিও করেছে। মাথায় লেগেছে, পায়েও গুলি লেগেছে। কেন মারল, কারা মারল কিছুই জানি না।” বিকাশের পরিবারের লোকজন জানান, খবর পেয়েই হাসপাতালে ছোটেন তাঁরা। এলাকার লোকজনই হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয় বিকাশের।

প্রায় প্রায়ই ভাটপাড়া অশান্ত হয়ে ওঠে। দুষ্কৃতী দৌরাত্ম্যে একেবারে নাজেহাল এলাকার সাধারণ মানুষ। জনপ্রতিনিধিদের ভূমিকা, পুলিশ প্রশাসনের ভূমিকাও বারবার প্রশ্নের মুখে পড়ে এখানে। যদিও এই ঘটনায় এখনও পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়নি। এখনই এ নিয়ে মন্তব্য করতে নারাজ রাজনীতির কারবারিরাও।

Next Article