নিউটাউনে গরু ভর্তি গাড়ি আটকে পুলিশের জালে পাঁচ ‘সিবিআই আধিকারিক’

Feb 11, 2021 | 12:54 PM

গত কয়েকদিনে গরু ও কয়লা পাচার নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এরইমধ্যে এই ঘটনা। পাঁচজন যুবককে জেরা করে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।

নিউটাউনে গরু ভর্তি গাড়ি আটকে পুলিশের জালে পাঁচ সিবিআই আধিকারিক
সিবিআই অফিসার সেজে গরুর গাড়ি থেকে টাকা তুলতে গিয়ে গ্রেফতার পাঁচ।

Follow Us

উত্তর ২৪ পরগনা: বাংলা বিধানসভা ভোট বাদ দিলে এই মুহূর্তে রাজ্যে সবথেকে চর্চিত বিষয় গরু পাচার ও কয়লা পাচারকাণ্ড। সেই কাণ্ডের কিনারার ভার পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে। এবার সেই সিবিআই আধিকারিক সেজে গরু বোঝাই গাড়ি থেকে টাকা তোলার অভিযোগ উঠল পাঁচজনের বিরুদ্ধে। বুধবার রাতে অভিযুক্তদের হাতেনাতে গ্রেফতার করল নিউটাউন ইকোপার্ক থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের বারাসত আদালতে তোলা হবে।

গত কয়েকদিনে গরু ও কয়লা পাচার নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই দুই চক্রের চাঁইয়ের খোঁজ মিলেছে। একদিকে এনামূল হক, অন্যদিকে অনুপ মাজি ওরফে লালা। প্রথমজন সিবিআইয়ের হাতে এলেও দ্বিতীয় জনকে তন্নতন্ন করে খুঁজছে তদন্তকারীরা। রোজই শিরোনামে আসছে সে খবর। সেসব দিক মাথায় রেখেই অত্যন্ত সুচারূভাবে ফাঁদ পেতেছিলেন পাঁচ যুবক। ভেবেছিলেন সিবিআই আধিকারিক সেজে বড় অঙ্ক কামিয়ে নেবেন অনায়াসে।

আরও পড়ুন: ফের শাহি-সফর বঙ্গে, সিএএ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা শুনতে কান খাড়া মতুয়াদের

ইকোপার্ক পুলিশ সূত্রে খবর, সেইমতোই বুধবার রাতে নিউ টাউন আকাঙ্খা মোড়ে একটি গরু বোঝাই গাড়িকে আটকায় অভিযুক্তরা। গাড়িটি হুগলি থেকে নিউটাউন ধরে যাচ্ছিল। আকাঙ্খা মোড়ে সিগনালে দাঁড়াতেই এগিয়ে আসেন পাঁচজন। গাড়ির চালককে কাগজপত্র দেখাতে বলেন। লরির চালক ও খালাসিকে এক প্রকার বুঝিয়েই ফেলেছিলেন, তাঁরা সিবিআই আধিকারিক।

কিন্তু বিধি বাম! সে সময়ই সেখানে হাজির হয় ইকোপার্ক থানার টহলদারি গাড়ি। জটলা দেখে এগিয়ে যায় তারা। এরপর যে তথ্য় উঠে আসে তা শুনে চোখ কপালে ওঠার জোগাড় হয় পুলিশের। সিবিআই আধিকারিক সেজে মধ্যরাতে এভাবে টাকা তোলার ঘটনায় হতবাক পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের আদালতে তুলে নিজেদের হেফাজতে চাইতে পারে তারা।

Next Article