ফের শাহি-সফর বঙ্গে, সিএএ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা শুনতে কান খাড়া মতুয়াদের
বিধানসভা ভোটে এবার অত্যন্ত তাৎপর্যপূর্ণ মতুয়া গড় ঠাকুরনগর। দীর্ঘদিন ধরে নাগরিকত্ব চেয়ে সরব মতুয়ারা। কেন্দ্র আইন পাশ করলেও এখনও তা বলবৎ হয়নি।
কলকাতা: ফের বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বৃহস্পতিবার কোচবিহারে পরিবর্তন যাত্রার (Paribartan Yatra) চতুর্থ পর্যায়ের সূচনা করবেন তিনি। একইসঙ্গে সভা করবেন উত্তর ২৪ পরগনার মতুয়া অধ্যুষিত ঠাকুরনগরে। বাংলায় আসার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী কতটা উদগ্রীব, বুধবারই টুইট করে সে কথা জানিয়েছেন। শাহি-সভা ঘিরে ইতিমধ্যেই সাজ সাজ রব দুই জেলায়। বিশেষ নজর ঠাকুরনগরে। সিএএ ইস্যুতে অমিত শাহ কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে সকলে।
সে শাসক শিবির হোক বা বিরোধী, বাংলায় ক্ষমতা কায়েম রাখতে হলে অন্যতম ‘ ফ্যাক্টর’ মতুয়া ভোট। আর মতুয়াদের দীর্ঘদিনের দাবি, ‘নাগরিকত্ব’। যে দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঊনিশের লোকসভা ভোটে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকে ঢেলে ভোট দিয়েছিলেন তাঁরা। কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হলেও এখনও এ রাজ্যে তা নিয়ে কোনও উচ্চবাচ্য নেই। যা বিধানসভা ভোটের আগে খানিকটা অস্বস্তি বাড়িয়েছে ঠাকুরনগরের ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুরের। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মতুয়ারা এ দেশেরই নাগরিক। তাঁদের আলাদা করে কোনও স্বীকৃতির দরকার নেই। শান্তনু চান এ ‘ঝামেলা’ এবার মিটুক। কেন্দ্র কী চায় ঠাকুরনগরের মাটিতে দাঁড়িয়েই তা স্পষ্ট করুন অমিত শাহ।
আরও পড়ুন: শোভনের বিরুদ্ধে মানহানির মামলা করবেন কুণাল-দেবশ্রী, সাক্ষী হবেন রত্না
আমি উৎসুক,আগামীকাল বাংলায় উপস্থিত হওয়ার জন্য।
কোচবিহার থেকে @BJP4Bengal #PoribortonYatra ‘র চতুর্থ পর্যায় সূচিত হবে এবং ঠাকুরনগরে জনসভা অনুষ্ঠিত হবে।
পশ্চিমবঙ্গের কলকাতায় আমি আমাদের সোশ্যাল মিডিয়ার স্বেচ্ছাসেবীদের সাথেও আলাপচারিতায় অংশগ্রহণ করব। https://t.co/kMOgXqEOHU
— Amit Shah (@AmitShah) February 10, 2021
বঙ্গ সফরের আগে বুধবারই একেবারে গোটা গোটা বাংলায় টুইট করেছেন শাহ , ‘আমি উৎসুক,আগামিকাল বাংলায় উপস্থিত হওয়ার জন্য। কোচবিহার থেকে @BJP4Bengal #PoribortonYatra ‘র চতুর্থ পর্যায় সূচিত হবে এবং ঠাকুরনগরে জনসভা অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গের কলকাতায় আমি আমাদের সোশ্যাল মিডিয়ার স্বেচ্ছাসেবীদের সাথেও আলাপচারিতায় অংশগ্রহণ করব।’
এদিন বেলা সাড়ে ১১টায় রাস মেলা ময়দান থেকে পরিবর্তন যাত্রার শুরু। তার আগে বেলা এগারোটা নাগাদ কোচবিহারের মদনমোহন মন্দিরে গিয়ে পুজো দেবেন অমিত শাহ। অন্যদিকে বেলা সাড়ে তিনটে নাগাদ উত্তর ২৪ পরগনার শ্রী হরিচাঁদ ঠাকুর মন্দিরে পুজো দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর ঠাকুরবাড়ি মন্দির সংলগ্ন মাঠে জনসভা রয়েছে তাঁর।