উত্তর ২৪ পরগনা: ভরা কোটালের আঁচ পড়তে শুরু করেছে সুন্দরবনে, ভাঙল কালিন্দী নদীর সুইচ গেট। বিস্তীর্ণ এলাকা প্লাবিত। ছটি মৌজায় জল ঢুকেছে, প্রায় হাজার বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। সুন্দরবনের কালিন্দী,রায়মঙ্গল, গৌরেশ্বর, ছোট কলাগাছি ও ইছামতি-সহ একাধিক নদী বাঁধে ফাটল। বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের ভাণ্ডারখালিতে কালিন্দী নদীর সুইচগেটের পাটাতন ভেঙে এবং ইটের গাঁথনি সরে গিয়েছে।
কালভার্টের কপাট উড়ে গিয়ে কৃষি জমিতে প্রচুর নোনা জল ঢুকছে। ইতিমধ্যে ছটি মৌজা অর্থাৎ ভাণ্ডারখালি, হাটগাছি, সিতুলিয়া,গোরামারি ও দুলদুলি-সহ একাধিক গ্রামে জল ঢুকছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১০০০ বিঘার আমন ধান নষ্ট হয়েছে।
সামনেই দুর্গাপুজো, তার আগে এই ক্ষতি রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে সুন্দরবনবাসীদের। ইতিমধ্যে সুইচগেট পরিদর্শনে আসেন বসিরহাট মহকুমার সেচ দফতরের আধিকারিক চন্দন পুরকায়স্থ। সকাল থেকেই সিমেন্ট, ইট ও বালি দিয়ে সুইচ গেট সারানোর চেষ্টা করছে প্রশাসন। এছাড়াও সুন্দরবনের একাধিক নদী রায়মঙ্গল, গৌরেশ্বর, ইছামতি, ছোট কলাগাছি একাধিক নদী বাঁধে ফাটল দেখা দিয়েছে। সেগুলি দ্রুত মেরামতির জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। নজরদারি শুরু করেছে প্রশাসন। যাতে বড়সড় বিপর্যয় রক্ষা করা যায়।