সোদপুর: চাকরি হবেই, এই ভরসাতেই এক ব্যক্তিকে দিনের পর দিন টাকা দিয়েছিলেন বহু মানুষ। মাসের পর মাস কেটেছে, বছর ঘুরতে বসেছে, কিন্তু চাকরি কই? সেই ব্যক্তির বাড়ির দরজায় ধাক্কা দিয়েও এখন আর কোনও লাভ হচ্ছে না। ভিতর থেকে বলা হচ্ছে, ‘উনি বাড়ি নেই। কোথায় গিয়েছে জানি না।’ দেশে নয়, বিদেশে চাকরির আশাতেই খড়দহের ব্যবসায়ী তপন কুমার রায়কে লক্ষ লক্ষ টাকা দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। আপাতত বেপাত্তা ওই ব্যক্তি। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, থানায় জানিয়েও কোনও লাভ হয়নি।
সোদপুর উত্তরপল্লী এলাকার বাসিন্দা তপন কুমার রায়ের ট্যুরস অ্যান্ড ট্রাভেলস-এর ব্যবসা। বিদেশে যেতে চাইলে টিকিট কাটা থেকে শুরু করে ভিসা, সব ব্যবস্থাই করে দিতেন তিনি। হঠাৎই তিনি বেশ কয়েকজনকে বলেন বিদেশে বিভিন্ন দফতরে চাকরি মিলবে। দুবাই, কাতার, ডেনমার্ক, সৌদি আরব, নিউজিল্যান্ড- এই সব দেশে চাকরি দেওয়ার কথা বলা হয়। পুরুষ-মহিলা সহ মোট ২৫ জনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয় বলে অভিযোগ।
অভিযোগকারীরা জানিয়েছেন, অনলাইনে পেমেন্ট অ্যাপের মাধ্যমে টাকা নেওয়া হয়েছিল। এখন আর তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনকী ওই ব্যবসায়ীর ছবি দেওয়া যে লিফলেট বিভিন্ন জায়গায় লাগানো ছিল, সেগুলোও আর নেই। বুধবার সোদপুর উত্তর পল্লীতে ওই ব্যবসায়ীর বাড়িতে চড়াও হন অভিযোগকারীরা। ভিতর থেকে তাঁর স্ত্রী জানান, তিনিও জানেন না যে তাঁর স্বামী কোথায়। তিনি নিজেও থানায় গিয়েছিলেন বলে দাবি করেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ।