সন্দেশখালি: রাজ্য প্রশাসন এখনও পর্যন্ত খোঁজ দিতে পারেনি শেখ শাহজাহান কোথায়? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, সন্দেশখালিতেই আছেন শেখ শাহজাহান। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের মন্তব্য সেই বক্তব্যকে মান্যতা দিয়েছে। সন্দেশখালির নাকা চেকিং তাতে বুধবার প্রাণ প্রতিষ্ঠা করল। সন্দেশখালির মানুষ কী বলছেন? এই ছ’দিনে তাঁরা দেখা পেয়েছেন শেখ শাহজাহানের।
লঞ্চের মধ্যে এক ব্যক্তি বলেন, “চিনি আমি, সবটা শুনেছি। আমি ফেরিতেই যাতায়াত করি। ফেরিতে তো এর মধ্যে দেখতে পাইনি।” আরেক জন বললেন, “ওঁকে তো চিনবই। কিন্তু এখন তো দেখতে পাচ্ছি না। এলাকায় চিনি, এখন আর দেখতে পাচ্ছি না।” আরেক ব্যক্তি বলেন, “চিনি, খুব ভালভাবে চিনি। মানুষের জন্য কাজ করেন। মানুষের পাশে থাকেন। এখন তো দেখছি এসব।”
সন্দেশখালি পৌঁছনোর পর ঘাটে জলবন্ধু বললেন, “দেখেছি। কিন্তু ঠিক কবে, সেটা বলতে পারছি না। লঞ্চঘাটে দেখিনি। কিন্তু এর থেকে বেশি বলতে পারছি না।”
এরপর সন্দেশখালির বাজারের রাস্তায় টিভি নাইনের সরেজমিনে তদন্ত শুরু হল শেখ শাহজাহানের খোঁজে। ফেরিঘাটের টিকিট কাউন্টারের কর্মী হোক বা মিষ্টান্ন ব্যবসায়ী। পথচলতি মানুষ হোক বা স্থানীয় দোকানদাররা সকলেই মোটামুটি শেখ শাহজাহানের গুণকীর্তনই করছেন।
সন্দেশখালির তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সদস্য উত্তম সর্দার কী বললেন? তিনি বলেন, “ঘটনার সত্যি মিথ্যা আমি কিছু বলতে পারব না। অনেকেই বলছেন সন্দেশখালিতে রয়েছেন। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না। আমাদের জনপ্রিয় জননেতা শেখ শাহজাহান। সন্দেশখালির বিরোধী দলও তো সেকথা বলে। শেখ শাহজাহান কোনও দোষ করেননি। ভালো মানুষ”