Suvendu Adhikari: ‘এরা মুসলিমদের তেজপাতা ভাবে’, সংখ্যালঘুদের রামরাজ্যের মানে বোঝালেন শুভেন্দু

Dipankar Das | Edited By: Soumya Saha

Jan 09, 2024 | 6:33 PM

Suvendu Adhikari: মঙ্গলবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় এক জনসভায় গিয়েছিলেন শুভেন্দু। সেখানে বিরোধী দলনেতার বক্তব্য শোনার জন্য সংখ্যালঘুদের ভিড়ও ছিল যথেষ্ট। সেখানেই শাসক দল তৃণমূলকে বিঁধে সংখ্যালঘু মানুষদের উদ্দেশে শুভেন্দু বললেন, 'এরা কোটি কোটি রাষ্ট্রবাদী মুসলমানকে তেজপাতা বলে মনে করে। ভোটটা নেবে। তরকারিতে লাগবে, কিন্তু খাওয়া যাবে না।'

Suvendu Adhikari: এরা মুসলিমদের তেজপাতা ভাবে, সংখ্যালঘুদের রামরাজ্যের মানে বোঝালেন শুভেন্দু
দেগঙ্গায় শুভেন্দু অধিকারী
Image Credit source: Facebook

Follow Us

দেগঙ্গা: লোকসভা ভোটের মুখে সংখ্যালঘুদের আরও কাছে টানলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শাসক শিবির সংখ্যালঘুদের শুধুমাত্র ভোটের জন্য ব্যবহার করছে বলেই মনে করছেন তিনি। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় এক জনসভায় গিয়েছিলেন শুভেন্দু। সেখানে বিরোধী দলনেতার বক্তব্য শোনার জন্য সংখ্যালঘুদের ভিড়ও ছিল যথেষ্ট। সেখানেই শাসক দল তৃণমূলকে বিঁধে সংখ্যালঘু মানুষদের উদ্দেশে শুভেন্দু বললেন, ‘এরা কোটি কোটি রাষ্ট্রবাদী মুসলমানকে তেজপাতা বলে মনে করে। ভোটটা নেবে। তরকারিতে লাগবে, কিন্তু খাওয়া যাবে না।’

এদিন দেগঙ্গার সভা থেকে শুভেন্দু বোঝানোর চেষ্টা করলেন যে, সংখ্যালঘুদের শুধুমাত্র ভোট রাজনীতির জন্যই ব্যবহার করতে চাইছে শাসক শিবির। এনআরসি নিয়ে যে চর্চা শুরু হয়েছে, সে কথাও এদিন তুলে ধরেন তিনি। তাঁর সাফ কথা, দেশের এতগুলি রাজ্যে বিজেপি সরকার আছে। কিন্তু কোথাও কেউ দেখাতে পারবে না কোনও মুসলিমকে বিজেপি শাসিত রাজ্য সরকার বের করে দিয়েছে কিংবা ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছে। বললেন, ‘একজন মুসলমানের নাম বলুন, যাঁকে যোগী আদিত্যনাথ বা হেমন্ত বিশ্বশর্মার সরকার বাইরে পাঠিয়ে দিয়েছে বা ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়েছে। শুধু আপনাদের ভুল বুঝিয়ে এই মাতব্বররা হাজার হাজার কোটির মালিক হয়ে গেল।’

বিজেপির বিরুদ্ধে বাংলায় শাসক দলের অন্যতম অস্ত্র হল রাজনীতির ধর্মীয়করণের তত্ত্ব। কিন্তু শুভেন্দু এদিন ব্যাখ্যা করে বোঝালেন সংখ্যালঘুদের কাছে রামরাজ্যের মানে কী? বিরোধী দলনেতার কথায়, ‘আমি হিন্দু। আমার ভগবান রাম। আমি জয় শ্রীরাম বলব।’ এরপরই তাঁর বক্তব্য শুনতে ভিড় করা সংখ্যালঘুদের উদ্দেশে বললেন, ‘আপনার রাম মানে কী জানেন? রাম রাজ্য। হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। এটাই সুশাসন, এটাই সুরক্ষা। নরেন্দ্র মোদীর একটাও প্রকল্প কোনও একটি ধর্ম-সম্প্রদায় দেখে করা হয়নি।’ উদাহরণ হিসেবে উজ্জ্বলা গ্যাস, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি, প্রধানমন্ত্রী আবাস যোজনা, জল জীবন মিশনের মতো কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলির কথাও উল্লেখ করেন তিনি। চ্যালেঞ্জের সুরে বললেন, ‘যদি দেখাতে পারেন একটাও প্রকল্প শুধু হিন্দুদের জন্য করেছে, আমি এই মঞ্চে কান ধরে উঠবস করব।’

বিগত কয়েক বছরে সংখ্যালঘুদের সঙ্গে কী কী হয়েছে, তা বোঝাতে গিয়ে আনিস খানের প্রসঙ্গ, নওশাদ সিদ্দিকীর গ্রেফতারি ও জেলের প্রসঙ্গ, বগটুইয়ের প্রসঙ্গও তুলে ধরেন বিরোধী দলনেতা। বললেন, ‘আপনাদের ব্যবহার করা হচ্ছে। শাহজাহান শেখরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, আপনি গরিব থেকে আরও গরিব হয়েছেন।’

Next Article