Suvendu Adhikari: ‘ছোট মুখ্যমন্ত্রী’, বালুবাবুর নির্দেশে কী চলত, জানালেন শুভেন্দু

Dipankar Das | Edited By: Soumya Saha

Jan 09, 2024 | 5:41 PM

Suvendu Adhikari: শাসক শিবিরের জেলা সংগঠন অনেকটাই নির্ভর করেছিল বালুর উপরে। এবার সেই জ্যোতিপ্রিয়কে 'ছোট মুখ্যমন্ত্রী' বলে খোঁচা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় গিয়ে শুভেন্দু বললেন, "উত্তর ২৪ পরগনার যিনি ছোট মুখ্যমন্ত্রী ছিলেন, নাম তাঁর বালু।"

Suvendu Adhikari: ছোট মুখ্যমন্ত্রী, বালুবাবুর নির্দেশে কী চলত, জানালেন শুভেন্দু
দেগঙ্গায় শুভেন্দু অধিকারী
Image Credit source: TV9 Bangla

Follow Us

দেগঙ্গা: রেশন দুর্নীতির অভিযোগে তোলপাড় গোটা রাজ্য। গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। উত্তর ২৪ পরগনা জেলায় তৃণমূলের সংগঠন অনেকটাই নির্ভরশীল তাঁর উপরে। জেলার রাজনীতির অন্দরমহলে কান পাতলেই শোনা যায়, সংগঠনে ‘বালুদার’ দাপটের কথায়। এবার সেই জ্যোতিপ্রিয়কে ‘ছোট মুখ্যমন্ত্রী’ বলে খোঁচা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় গিয়ে শুভেন্দু বললেন, “উত্তর ২৪ পরগনার যিনি ছোট মুখ্যমন্ত্রী ছিলেন, নাম তাঁর বালু।”

উল্লেখ্য, ইডির হাতে গ্রেফতারির পর প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিককে। তবে শারীরিক অসুস্থতার কারণে আপাতত বেশ কিছুদিন ধরেই তিনি ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে। সেই নিয়েই এদিন খোঁচা দেন শুভেন্দু। বললেন, “বালু জেলের ভিতরে গিয়েছিলেন। তারপর এখন পিজি হাসপাতালকে চোরেদের আস্তানা বা খোঁয়াড়ে পরিণত করা হয়েছে। তাঁকে পিজির ভিতরে রাখা হয়েছে।” রেশন দুর্নীতি মামলায় যে ইডি সম্প্রতি ১০ হাজার কোটি টাকার দুর্নীতির কথা আদালতে উল্লেখ করেছে, সে কথাও আজ স্মরণ করিয়ে দেন শুভেন্দু। বিরোধী দলনেতার কথায়, ‘এই খাদ্য কেলেঙ্কারির এপিসেন্টার হল দেগঙ্গা, বাকিবুর রহমান হল সেই এপিসেন্টার। বালুবাবুর নির্দেশে এরা সব চাল-গম-ধান লুঠ করে খেয়ে ফেলেছে।’

প্রসঙ্গত, জেলার রাজনীতিতে জ্যোতিপ্রিয়র যে দাপট ছিল, তা কারও কাছে অজানা নয়। এর আগে বালুর দীর্ঘদিনের এক পরিচিতও টিভি নাইন বাংলাকে জানিয়েছিলেন যে জ্যোতিপ্রিয়ই নাকি ছিলেন জেলার ‘অলিখিত মুখ্যমন্ত্রী’। এবার দেগঙ্গায় গিয়ে সেই কথাই আবারও বললেন শুভেন্দু অধিকারী।

Next Article