বারাসত: গত কয়েকদিনে বারবার শিরোনামে উঠে এসেছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের সাংসদ ও বিধায়কের দ্বন্দ্ব। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ও জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। বারবার বাকযুদ্ধে জড়িয়েছেন তাঁরা। যা নিয়ে দলকেও কম বিড়ম্বনায় পড়তে হয়নি। তবে দলনেত্রীর নির্দেশের পর কি একটু ডাল গলল? বারবার সকলকে নিয়ে চলার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরইমধ্যে সোমবার মধ্যমগ্রাম চৌমাথায় তৃণমূল পার্টি অফিসে বৈঠকে একসঙ্গে দেখা গেল অর্জুন সিং ও সোমনাথ শ্যামকে। সেখানেই সোমনাথকে প্রশ্ন করা হয়েছিল, অর্জুনকে ব্যারাকপুর থেকে প্রার্থী করা হলে তিনি কি প্রচারে নামবেন? জবাবে জগদ্দলের বিধায়ক বলেন, দলের কথাই তাঁর কাছে শেষ কথা।
এদিন বৈঠক থেকে বেরিয়ে সোমনাথ শ্যাম বলেন, “আগামিদিন লোকসভা ভোট কীভাবে করানো হবে, তা নিয়েই মূলত আলোচনা হয়। ময়দানে কীভাবে নামা হবে তা নিয়ে আলোচনা। দলের বৈঠকে দল ডেকেছে, তাই আমি এসেছি। আমি কোর কমিটির সদস্য নই। বিশেষ আমন্ত্রিত হিসাবে এসেছিলাম। নির্মল ঘোষ আমাকে ডেকেছিলেন, তাই এসেছি।”
এরপরই সোমনাথের কাছে জানতে চাওয়া হয়, যদি আগামী ভোটে অর্জুন সিংকে ব্যারাকপুর থেকে প্রার্থী করা হয়, সোমনাথ শ্যামকে কি প্রচারে দেখা যাবে? সোমনাথের জবাব, “দল যেটা বলবে সেটাই হবে। ব্যক্তি বিশেষ নিয়ে তৃণমূল চলে না। অর্জুন কে আমি তো জানি না। অর্জুন তো কোনও কথা নয়। দল যাঁকে ওখানে প্রার্থী করবে, সোমনাথ শ্যামও সঙ্গে থাকবে। কারণ আমি দলের প্রতীকে জিতেছি। আমি তৃণমূল কংগ্রেসের বিধায়ক। তৃণমূলের হয়ে সবসময় সব জায়গায় থাকব। অন্যায়ের বিরুদ্ধে লড়াই থাকবে।”