Recruitment Scam: ১ হাজার ৩৫০ জন পড়ুয়াকে এবার থেকে পড়াবেন ১২ জন শিক্ষক!

Dipankar Das | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 05, 2025 | 8:15 PM

School: উত্তর ২৪ পরগনার হাসনাবাদের বরুনহাট হাইস্কুল। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এই স্কুলে ১ হাজার ৩৫০ জন ছাত্রছাত্রী। প্রথম থেকেই স্কুলে শিক্ষকের সংখ্যা কম, তারপর আবার আদালতের নির্দেশে তিনজন শিক্ষকের চাকরি যাওয়ায় রীতিমতো সমস্যায় পড়েছে স্কুল কর্তৃপক্ষ।

Recruitment Scam: ১ হাজার ৩৫০ জন পড়ুয়াকে এবার থেকে পড়াবেন ১২ জন শিক্ষক!
এবার হবে টা কী?
Image Credit source: Tv9 Bangla

Follow Us

হাসনাবাদ: স্কুলে পড়ুয়ার সংখ্যা হাজারের উপরে। এতদিন ধরে পনেরো জন শিক্ষক মিলে পড়াতেন। তাতেই হিমশিম খেতে হত। আর চাকরি বাতিলের রায়ের পর সেই সংখ্যাটা আরও কমে গেল। যার জেরে রীতিমতো সমস্যায় পড়েছে স্কুল কর্তৃপক্ষ।

উত্তর ২৪ পরগনার হাসনাবাদের বরুনহাট হাইস্কুল। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এই স্কুলে ১ হাজার ৩৫০ জন ছাত্রছাত্রী। প্রথম থেকেই স্কুলে শিক্ষকের সংখ্যা কম, তারপর আবার আদালতের নির্দেশে তিনজন শিক্ষকের চাকরি যাওয়ায় রীতিমতো সমস্যায় পড়েছে স্কুল কর্তৃপক্ষ। এই স্কুলে শিক্ষক মোট ১৫ জন পড়ুয়া। তার মধ্যে তিনজন চলে যাওয়ায় বাকি ১২ জন শিক্ষক নিয়ে কীভাবে চালাবে এই পঠন-পাঠন সেই নিয়ে রীতিমতো উদ্বিঘ্ন স্কুল কর্তৃপক্ষ। আর এই সমস্যা থেকে রেহাই পাবে কি করে তাও জানেন না টিচার ইনচার্জ।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুল হক বলেন, “আমাদের পঠন-পাঠন ক্ষতিগ্রস্ত হবে। বিদ্যালয়ে ৫ থেকে ৬টা পদ খালি ছিল। তার মধ্যে যদি শিক্ষকরা চলে যায় একটা উচ্চ-মাধ্যমিক স্কুলের কী দশা হবে? পরীক্ষা,পরীক্ষার মূল্যায়নে কীভাবে হবে বুঝতে পারছি না। প্যারা টিচার আছে কিন্তু এই ক্ষতি নিয়ে কী বলব বুঝতে পারছি না।”