Barasat: মুখে মাস্ক, বড়-বড় চোখ,নেলপলিস পরা আঙুল, ছুরি হাতে স্কুলের ভিতর কাকে ঘুরতে দেখছে পড়ুয়ারা?

Dipankar Das | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 27, 2023 | 2:19 PM

School: ঘটনাস্থল বারাসত উচ্চ বালিকা বিদ্যালয়। সেখানের পঞ্চম শ্রেণির পড়ুয়াদের মধ্যে ছড়িয়েছে ভূতের আতঙ্ক। যার জেরে বিগত তিনদিন (বৃহস্পতি-শুক্র-শনি) এই তিনদিন ধরে অপেক্ষাকৃত কম পড়ুয়া এসে পৌঁছেছে স্কুলে।

Barasat: মুখে মাস্ক, বড়-বড় চোখ,নেলপলিস পরা আঙুল, ছুরি হাতে স্কুলের ভিতর কাকে ঘুরতে দেখছে পড়ুয়ারা?
স্কুলে ভূত? (নিজস্ব চিত্র)

Follow Us

বারাসত: বড় চোখ-হাতে নেলপলিস, বেনুনি, সঙ্গে আবার মাস্কও। হ্যাঁ ভূতের ঠিক এমনই চেহারার বর্নণা দিল পঞ্চম শ্রেণির পড়ুয়ারা। তাদের বক্তব্য ‘তেঁনাদের’ উপস্থিতি নাকি স্কুলের মধ্যেই টের পেয়েছে তারা। শেষমেশ ভূতের ভয় তাড়াতে আসরে নামতে হল বিজ্ঞানমঞ্চকে।

ঘটনাস্থল বারাসত উচ্চ বালিকা বিদ্যালয়। সেখানের পঞ্চম শ্রেণির পড়ুয়াদের মধ্যে ছড়িয়েছে ভূতের আতঙ্ক। যার জেরে বিগত তিনদিন (বৃহস্পতি-শুক্র-শনি) এই তিনদিন ধরে অপেক্ষাকৃত কম পড়ুয়া এসে পৌঁছেছে স্কুলে। পড়ুয়াদের মন থেকে ভূতের ভয় তাড়াতে শেষে স্কুল কর্তৃপক্ষ খবর দেয় বিজ্ঞানমঞ্চে।সেমিনার করিয়ে ভূতের আতঙ্ক তাড়াতে উদ্যোগী হন তারা।

এক পড়ুয়া বলে, “একটি মেয়ে ভূত দেখছে। কোনও একজন মহিলা যার বড় চোখ-হাতে নেলপলিস, বেনুনি বেঁধে ঘুরে বেড়াচ্ছে স্কুলে। হাতে মধ্যে ছুরিও রাখা ছিল তার। ওই মেয়েটা আমাদের সবাইকে বলতে আমরা ভয় পেয়ে যাই।” এক অভিভাবক জানান, “আমার মেয়ে বাড়ি গিয়ে বলছিল কারোর নাকি হাত কেটে গেছে, কেউ আবার নাকি আঁচড়ে দিচ্ছে। আমি যদিও বিশ্বাস করিনি। অনেক পড়ুয়ারাই আতঙ্কিত হয়ে পড়েছে।”

স্কুলের শিক্ষিকা বলেন, “এটা সম্পূর্ণ গুজব। আমরা যাকেই জিজ্ঞাসা করছিলাম সেই বলছে আমাকে ও বলেছে, আমাকে এ বলেছে। কেউ আর নিজে থেকে দেখাতে পারছে না ভূতকে কে দেখেছে। তাও আমরা পড়ুয়াদের মন থেকে ভয় তাড়াতে বিজ্ঞানমঞ্চকে ডাকি।” বিজ্ঞানমঞ্চের এক সদস্য বলেন, “একটা সমস্যা শুনে আসি। আমরা এসে সকলের সঙ্গে কথা বলেছি। এই ঘটনা কিছুই নয়। আমরা পড়ুয়াদের বুঝেছি। আর ভূত বলে কিছু নেই। হয়ই না।”

 

Next Article