Hasnabad: বাইক নিয়ে স্কুলে ঢুকতেই পাকড়াও করল পুলিশ, ‘অপদার্থ’ প্রধান শিক্ষক বললেন, ‘থানায় যাচ্ছি, দেখি কী হয়…’

অর্ণব ব্রহ্ম | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 21, 2024 | 2:05 PM

Hasnabad: এক ক্ষুব্ধ অভিভাবক মর্জিনা বিবি বলেন, "এই প্রধান শিক্ষককে অপসারণ করতে হবে স্কুল থেকে। বিভিন্ন সময় বাজে কথা বলেন। স্কুল ভালোভাবে চলছে না প্রধান শিক্ষকের অপদার্থতার জন্যই।"

Hasnabad:  বাইক নিয়ে স্কুলে ঢুকতেই পাকড়াও করল পুলিশ, অপদার্থ প্রধান শিক্ষক বললেন, থানায় যাচ্ছি, দেখি কী হয়...
হাসনাবাদে গ্রেফতার প্রধান শিক্ষক
Image Credit source: TV9 Bangla

Follow Us

বসিরহাট: ছাত্রীদের উদ্দেশে আপত্তিজনক মন্তব্য। অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক। ঘটনাকে ঘিরে উত্তেজনা হাসনাবাদের একটি হাইস্কুলে। হাই স্কুলের প্রধান শিক্ষক দেবব্রত রায়কে বৃহস্পতিবার গ্রেফতার করে পুলিশ। প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের বিশেষ সম্প্রদায়ের ছাত্রীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে।

বৃহস্পতিবার সকাল থেকে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান ছাত্রী ও তাঁদের মায়েরা। বিক্ষোভকারীদের দাবি করেন, প্রধান শিক্ষককে স্কুলে গিয়ে ক্ষমা চাইতে হবে ছাত্রীদের কাছে। তবে পুলিশ গিয়ে ছাত্রীদের বুঝিয়ে স্কুলের গেটের তালা খুলে দেয়।সকাল ১০ টা থেকে গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ চলে বেলা সাড়ে এগোরোটা পর্যন্ত।

স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা দীর্ঘক্ষণ স্কুলের বাইরে রোদে অপেক্ষা করেন।
প্রধান শিক্ষক এদিন বেলা ১২ নাগাদ স্কুলে পৌঁছলে পুলিশ স্কুল থেকে গ্রেফতার করে।
অভিযুক্ত প্রধান শিক্ষক দেবব্রত রায় এর আগেও একাধিকবার বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগ। যা নিয়ে তীব্র বিতর্ক হয়।

এক ক্ষুব্ধ অভিভাবক মর্জিনা বিবি বলেন, “এই প্রধান শিক্ষককে অপসারণ করতে হবে স্কুল থেকে। বিভিন্ন সময় বাজে কথা বলেন। স্কুল ভালোভাবে চলছে না প্রধান শিক্ষকের অপদার্থতার জন্যই।” স্কুলের পরিচালন কমিটির সভাপতি প্রসেনজিৎ জানা বলেন, ” দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন প্রধান শিক্ষক। ওঁর শাস্তি হওয়া উচিৎ। আমরা কেউ জানিনা কেনো উনি এই ধরণের আপত্তিকর মন্তব্য করলেন নির্দিষ্ট একটি সম্প্রদায়ের ছাত্রীদের উদ্দেশ্যে। আমরা এটা সমর্থন করি না।”  প্রধান শিক্ষক বলেন, ” হাসনাবাদ থানায় নিয়ে যাচ্ছে। দেখি কী হয়।”

Next Article