Abhishek Banerjee: ইডি-সিবিআই কাঁচকলা করেছে, কাঁচকলা করবে :অভিষেক

সৌরভ গুহ | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 20, 2024 | 5:42 PM

ED-CBI: অভিষেক বলেন, "শাহজাহান সিবিআই হেফাজতে যাওয়ার পর থেকে আর কোনও রাজনৈতিক দল সন্দেশখালি যাচ্ছে না। সবাই চুপচাপ হয়ে গিয়েছে। কারণ উদ্দেশ্যটা ছিল রাজনৈতিক, নারী নির্যাতনের বিরুদ্ধে গলা তোলা নয়।" 

Abhishek Banerjee: ইডি-সিবিআই কাঁচকলা করেছে, কাঁচকলা করবে :অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (ফাইল ছবি)
Image Credit source: Facebook

Follow Us

বসিরহাট: একাধিক মামলায় এ রাজ্যে তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা। মাঝে মধ্যেই তল্লাশি চালানো হচ্ছে প্রভাবশালী ব্যক্তিদের বাড়িতে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকে একাধিক নেতা-মন্ত্রী বাড়িতে তল্লাশি হয়েছে। তবে ভোটের আগে ইডি-সিবিআইকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ইডি বা সিবিআই কেউ কিছু করতে পারবে না। বুধবার বসিরহাটের সভা থেকে এই বার্তা দেন অভিষেক।

সন্দেশখালি প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিষেক বলেন, ইডি-সিবিআই কিচ্ছু করতে পারবে না। তিনি বলেন, “এতদিন ধরে ইডি- সিবিআই বাংলার জন্য কাঁচকলা করেছে আর কাঁচকলা করবে।” উল্লেখ্য, ইডি-র হাতে থাকা একটি মামলায় এদিনই সুপ্রিম কোর্টে স্বস্তি পেয়েছেন অভিষেক।

এদিন তিনি আরও বলেন, “শাহজাহান সিবিআই হেফাজতে যাওয়ার পর থেকে আর কোনও রাজনৈতিক দল সন্দেশখালি যাচ্ছে না। সবাই চুপচাপ হয়ে গিয়েছে। কারণ উদ্দেশ্যটা ছিল রাজনৈতিক, নারী নির্যাতনের বিরুদ্ধে গলা তোলা নয়।”

কয়েকদিন আগেই কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে শ্বেতপত্র প্রকাশ করার কথা বলেছিলেন অভিষেক। চ্যালেঞ্জ জানিয়েছিলেন বিজেপি নেতাদের। তারপরও কেনও বিরোধীরা চুপ? এদিন সেই প্রশ্ন তুলেছেন অভিষেক। তিনি বলেন, “আমি আমার রিপোর্ট কার্ড দিচ্ছি। বিজেপির উচিত ওদের রিপোর্ট কার্ড দেওয়া। যারা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না, তাদের গ্যারান্টির কী দাম?”

Next Article