বসিরহাট: ১০০ দিনের কাজ করেও যাঁরা টাকা পাননি, তাঁদের টাকা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি আগেই দিয়েছে তৃণমূল। আবাসের টাকা নিয়েও সম্প্রতি জনগর্জন সভার মঞ্চ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, যে সব পঞ্চায়েত থেকে বাংলার হাত শক্তিশালী করা হবে সেই পঞ্চায়েতের মানুষজন পেয়ে যাবেন আবাসের টাকা। এমনকী, কতদিনের মধ্যে সেই টাকা দেওয়া হবে, সেটাও ধার্য করে দিয়েছেন অভিষেক। উল্লেখ্য, আবাসের টাকা থেকে কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা করছে বলে অভিযোগ উঠেছে। এই ইস্যুতে মোদী সরকারকে চ্যালেঞ্জও ছু়ড়েছে অভিষেক।
বুধবার বসিরহাটের সভা থেকে আবাস নিয়ে প্রতিশ্রুতি দেন অভিষেক। তিনি উল্লেখ করেন, ৩৪ লক্ষ মানুষ আবাস যোজনায় বাড়ির জন্য আবেদন করেছেন। আগে সংখ্যাটা ৫১-৫২ লক্ষ ছিল। পরে ১৬ লক্ষ নাম বাদ গিয়েছে। অভিষেক বলেন, কোনও বিজেপি নেতার কাছে আবেদন করতে হবে না। যে পঞ্চায়েত থেকে আপনারা বাংলার হাত শক্তিশালী করবেন, সেই পঞ্চায়েত থেকে বাড়ির জন্য আবেদন করে থাকলে প্রথম ইন্সটলমেন্টের (কিস্তি) ব্যবস্থা ৩১ ডিসেম্বরের মধ্যে করব কথা দিচ্ছি।
অভিষেক বলেন, “মমতা বন্দ্য়োপাধ্যায় যদি ২৫০০০ কোটি টাকা খরচ করে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারেন, তাহলে
৫০০০০ টাকা খরচ করে বাড়িও দিতে পারবেন। কবে টাকা পাঠাবে, তবে মাথার ওপর ছাদ হবে? অনেক ভদ্রতা দেখিয়েছি, আর ভদ্রতা দেখিয়ে লাভ নেই।”