Road Accident: কলকাতা থেকে বকখালি যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ১ পর্যটক, আশঙ্কাজনক ৪

Shuvendu Halder | Edited By: জয়দীপ দাস

Jan 25, 2025 | 12:35 PM

Road Accident: ধাক্কার তীব্রতায় গাড়িটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় বাসিন্দারাই রক্তাক্ত অবস্থায় চালক-সহ পাঁচজনকে উদ্ধার করে। দ্রুত তাঁদের কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, হাসপাতালে নিয়ে যাওয়া হলেও একজনের মৃত্যু হয়েছে।

Road Accident: কলকাতা থেকে বকখালি যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ১ পর্যটক, আশঙ্কাজনক ৪
বকখালি যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা
Image Credit source: TV 9 Bangla

Follow Us

কাকদ্বীপ: কলকাতা থেকে বকখালি ঘুরতে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি চারচাকা করে বকখালির উদ্দেশ্যে যাচ্ছিলেন ৫ পর্যটকের একটি দল। বেলা ১১টা নাগাদ গাড়িটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে নামখানার সীমাবাঁধ বাস স্টপেজের কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারে ধাক্কা মারে। বিকট আওয়াজও হয়। তা শুনেই ছুটে আসেন এলাকার বাসিন্দারা। 

ধাক্কার তীব্রতায় গাড়িটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় বাসিন্দারাই রক্তাক্ত অবস্থায় চালক-সহ পাঁচজনকে উদ্ধার করে। দ্রুত তাঁদের কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, হাসপাতালে নিয়ে যাওয়া হলেও একজনের মৃত্যু হয়েছে। বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক। চলছে চিকিৎসা। 

এদিকে দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে ১১৭ নম্বর জাতীয় সড়ক। কাকদ্বীপ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু’টিকেই রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়। আহত পর্যটকের পরিচয় জানারও চেষ্টা চলছে। 

Next Article