ব্যারাকপুর: নাকের ডগায় পুলিশ কমিশনারের অফিস। তারপরও চুরি হয়ে গেল রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তি থেকে চশমা। এই ঘটনায় শোরগোল পড়েছে ব্যরাকপুরে। পুলিশ কমিশনারের অফিসের সামনে থেকে কীভাবে রাষ্ট্রগুরুর আবক্ষ মূর্তি থেকে চশমা চুরি হয়ে যায়, সেই প্রশ্ন উঠেছে।
ব্যারাকপুর স্টেশনের কাছেই রয়েছে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তি। তার পাশে রয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারের অফিস। গতকাল রাষ্ট্রগুরু আবক্ষ মূর্তি থেকে কেউ বা কারা চশমা চুরি করেছে। এই নিয়ে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন তাঁরা।
স্থানীয় বাসিন্দারা বলছেন, এই প্রথম নয়। এর আগেও ১০-১২ বার আবক্ষ ওই মূর্তি থেকে চশমা চুরি গিয়েছে। এই নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করছেন না কেন তাঁরা? ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস বলেন, “এগুলো তো সাধারণ মানুষ চুরি করেন না। কোনও মদ্যপ কিংবা ছিঁচকে চোরের কাজ হবে। অরিজিনাল চশমাই থাকে আবক্ষ মূর্তিতে। এই নিয়ে পুলিশে কী অভিযোগ দায়ের করা হবে? আমরা দেখছি, কী করা যায়।”
ভাটপাড়ার বিধায়ক পবন সিং বলেন, “এটা লজ্জার বিষয়। একটা চশমাও চুরি হয়ে গেল। কালকে দেখবেন হয়তো মূর্তিটাও গায়েব হয়ে গিয়েছে। রাজ্যের পরিস্থিতি এখন এরকমই।”