RPF on High Alert: এই স্টেশন দিয়ে ঢুকছে পড়ছে ওরা? প্রজাতন্ত্র দিবসের আগেই তৎপর RPF, চলছে চিরুনি তল্লাশি

Abhigyan Naskar | Edited By: জয়দীপ দাস

Jan 25, 2025 | 10:44 AM

RPF on High Alert: সুন্দরবনের প্রবেশদ্বার এই ক্যানিং। এখান থেকে জলপথ পার হলেই বাংলাদেশর দ্বীপাঞ্চল। ফলে অনুপ্রবেশ নিয়ে রয়েছে চিন্তা। কোনওভাবেই যাতে ওপার থেকে বেআইনিভাবে কেউ ঢুকে পড়তে না পারে সে বিষয়ে কড়া নজর রয়েছে প্রশাসনের।

RPF on High Alert: এই স্টেশন দিয়ে ঢুকছে পড়ছে ওরা? প্রজাতন্ত্র দিবসের আগেই তৎপর RPF, চলছে চিরুনি তল্লাশি
তৎপর আরপিএফ
Image Credit source: TV 9 Bangla

Follow Us

ক্যানিং: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তলানিতে। সীমান্তে রোজই বাড়ছে উত্তেজনা। কিছুদিন আগেই আবার ক্যানিং থেকে ধরা পড়েছে কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি। তা নিয়ে শোরগোল হয়েছিল গোটা দেশেই। প্রজাতন্ত্র দিবসের আগে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যানিংয়ে দেখা গেল চূড়ান্ত তৎপরতা। ক্যানিং স্টেশন থেকে ট্রেনের কামরায় চলল চিরুনি তল্লাশি।

সুন্দরবনের প্রবেশদ্বার এই ক্যানিং। এখান থেকে জলপথ পার হলেই বাংলাদেশর দ্বীপাঞ্চল। ফলে অনুপ্রবেশ নিয়ে রয়েছে চিন্তা। কোনওভাবেই যাতে ওপার থেকে বেআইনিভাবে কেউ ঢুকে পড়তে না পারে সে বিষয়ে কড়া নজর রয়েছে প্রশাসনের। প্রজাতন্ত্র দিবসের আগে যাতে কোনও নাশকতার ঘটনা না হয় সেদিকে থাকছে কড়া নজর। তৎপর রেল পুলিশ। সে কারণেই শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং স্টেশনে যাত্রীদের উপর থাকছে কড়া নজর। জোরদার তল্লাশি চালাচ্ছে রেল পুলিশ। 

অন্যদিকে সীমান্তেও কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ। প্রজাতন্ত্র দিবসে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে উত্তর-পূর্ব এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সীমান্তে দফায় দফায় মহড়া চালানোর নির্দেশ দিয়েছেন বিএসএফের স্পেশাল ডিজি। ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিশেষভাবে সতর্ক থাকার কথাও বলা হচ্ছে। জারি করা হয়েছে ‘ওপস অ্য়ালার্ট’।

Next Article