Sandeshkhali: কীভাবে যাবেন সন্দেশখালি?

Sourav Dutta | Edited By: জয়দীপ দাস

Feb 13, 2024 | 5:14 PM

Sandeshkhali: উত্তর ২৪ পরগনা জেলার এই বিধানসভা কেন্দ্রে যেতে গেলে আপনি ট্রেন বাস সড়ক পথ, দুই মাধ্যমেই যেতে পারেন। শিয়ালদহ সড়ক পথে দক্ষিণ আখড়তলার দূরত্ব প্রায় ৫৬ কিলোমিটার। পথেই পড়বে ভাঙড়, মিনাখাঁ।

Sandeshkhali: কীভাবে যাবেন সন্দেশখালি?
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা: ৫ জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের ডেরায় হানা দিয়েছিল ইডি। কিন্তু, ফিরতে হয়েছিল মার খেয়ে। উন্মত্ত জনতার রোষের মুখে পড়ে গিয়েছিল ইডি আধিকারিক থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তারপর থেকেই নতুন করে খবরে উঠে এসেছে সন্দেশখালি। কিন্তু, এখনও খোঁজ নেই এলাকার বেতাজ বাদশা শেখ শাহজাহানের। এদিকে বর্তমানে শাসক নেতাদের অত্যাচারের বিরুদ্ধে ফুঁসছে সন্দেশখালি। তাঁর দুই মূল শাগরেদ উত্তম সর্দার, শিবু হাজরাদের বিরুদ্ধে ফুঁসছে গ্রামবাসীরা।জ্বালিয়ে দেওয়া হয়েছে পোল্ট্রি ফার্ম থেকে বাগানবাড়ি। পুলিশ ইতিমধ্যেই আটক করেছেন অনেককেই। গ্রেফতার উত্তম সর্দার, আটক প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। কিন্তু, এই সন্দেশখালিতে কীভাবে যাওয়া যায় জানেন?

উত্তর ২৪ পরগনা জেলার এই বিধানসভা কেন্দ্রে যেতে গেলে আপনি ট্রেন বাস সড়ক পথ, দুই মাধ্যমেই যেতে পারেন। শিয়ালদহ সড়ক পথে দক্ষিণ আখড়তলার দূরত্ব প্রায় ৫৬ কিলোমিটার। পথেই পড়বে ভাঙড়, মিনাখাঁ। ট্রেনে করে যেতে চাইলে আপনাকে শিয়ালদহ থেকে হাসনাবাদ লোকাল ধরে বসিরহাট যেতে হবে। বসিরহাট থেকে বাস ধরে দক্ষিণ আখড়তলা। বসিরহাট স্টেশন থেকে প্রায় ১৯ কিলোমিটার। এরপরই কিন্তু যাওয়ার পথে নদী। ন্যাজাটে দক্ষিণ আখড়াতলা ফেরিঘাট থেকে নদী টপকাতে পারলে ওপারে কালীনগর। দক্ষিণ আখড়তলা ঘাট থেকে নৌকা ধরে নদীপথে যেতে হবে কালীনগরের ঘাটে। তারপর কালীনগরে ইঞ্জিন ভ্যান বা টোটো ধরতে হবে। 

এখানেই শেষ নয়। যেতে হবে আরও পথ। আট কিলোমিটার রাস্তা পার করে ভোলাখালি ঘাট। ভোলাখালি ঘাট থেকে আবার নৌকা ধরে নদী পার করতে হবে। ওপারে পৌঁছে ফের ইঞ্জিন ভ্যানে চেপে সন্দেশখালি থানা। এই রাস্তা প্রায় তিন-চার কিলোমিটারের।

Next Article