Shahjahan Sheikh: ‘জাতির জনক, নারীদের ত্রাতা-লাভ ইউ শাহজাহান!’ ভাইরাল ‘সন্দেশখালির বাদশার’ গান

Feb 29, 2024 | 2:03 PM

Shahjahan Sheikh: শ্লীলতাহানি থেকে হুমকি বিরোধীরা ভূরি-ভূরি অভিযোগ করেছে শাহজাহানকে নিয়ে। তবে তাঁর অনুগামীদের কাছে তিনি কিন্তু 'ভগবান' কোথাও তিনি 'বাদশা', কোথাও 'জাতির জনক', কোথাও 'নারীদের ত্রাতা' আর এই নিয়ে একটি গানও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Shahjahan Sheikh: জাতির জনক, নারীদের ত্রাতা-লাভ ইউ শাহজাহান! ভাইরাল সন্দেশখালির বাদশার গান
শাহজাহানের গান ভাইরাল
Image Credit source: Facebook

Follow Us

সন্দেশখালি: বুধবার রাত্রিবেলা গ্রেফতার হয়েছে শেখ শাহজাহান। রেশন দুর্নীতি মামলায় ইডি-র উপর হামলার ঘটনায় নাম জড়িয়েছে এই তৃণমূল নেতা শেখ শাহজাহানের। তবে ইডি উপর হামলার ঘটনার পর থেকে বেপেত্তা হয়েছিলেন তিনি। তবে অবশেষে গ্রেফতার। ইডির উপর হামলা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে তাঁর বিরুদ্ধে। তবে তাঁর অনুগামীদের কাছে তিনি কিন্তু ‘ভগবান’। কোথাও তিনি ‘বাদশা’, কোথাও ‘জাতির জনক’, কোথাও ‘নারীদের ত্রাতা’! আর এই নিয়ে একটি গানও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল গানটিতে দেখা যাচ্ছে রেশন দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে সিএএ বিরোধী আন্দোলনে হাঁটছেন। কোথাও আবার ঝাঁঝালো বক্তৃতা দিচ্ছেন। আর তাতেই মন মজেছে শাহজাহানের অনুগামীদের। গানের প্রতিটি লাইনে বারবার বলা হয়েছে, ‘
বাদশা তুমি শাহজাহান ভাই, উত্তর ২৪ পরগনা তোমাকেই চায়’

একদিকে যখন সন্দেশখালির একাংশ মহিলারা ঝাঁটা, লাঠি হাতে নিয়ে প্রতিবাদে নেমেছেন তাঁদের উপর হওয়া শারীরিক নির্যাতনের প্রতিবাদে, সেই সময় তৃণমূল নেতার অনগামীদের তৈরি করা গানে বলা হচ্ছে তিনিই নারীদের ত্রাতা। গানের লাইন ঠিক এই রকম, ‘বাজি রেখে প্রাণ, যে বাঁচায় নারীর সম্মান , রাখি মন কুটিরে, স্বপ্ন জুড়ে ভাই শাহজাহান।’ এখানেই শেষ নয়, অনুগামীরা মজেছেন শাহজাহানের হাসিতেও। গানে-গানে তাই গাইতে শোনা গিয়েছে, ‘তোমার মিষ্টি হাসি-ভালবাসি লাভ ইউ সুলতান।

‘দাদা জাতির জনক’ থেকে ‘গরিবের রবিন হুড’ হেন কোনও বিশেষণ বাদ দেননি তাঁর অনুগামীরা। কার্যত তাঁকে নিয়ে ভাবাবেগের নৌকায় পাড়ি দিয়েছেন তাঁরা।

Next Article