Suvendu Adhikari: সুকান্তকে জবাব দিলেন ‘ব্যস্ততম নেতা’ শুভেন্দু

Ananta Chattopadhyay | Edited By: সঞ্জয় পাইকার

Jan 21, 2025 | 11:23 PM

Suvendu Adhikari: মঙ্গলবার বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল-সহ অন্য পদাধিকারীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বঙ্গ বিজেপির নেতারা। সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন শুভেন্দু। বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে শুভেন্দুর অনুপস্থিতি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন সুকান্ত।

Suvendu Adhikari: সুকান্তকে জবাব দিলেন ব্যস্ততম নেতা শুভেন্দু
সুকান্তর মন্তব্য নিয়ে কী বললেন শুভেন্দু?

Follow Us

পানিহাটি: তাঁকে পশ্চিমবঙ্গের ‘ব্যস্ততম নেতা’ বলেছেন নিজের দলের রাজ্য সভাপতি। এবার সুকান্ত মজুমদারের মন্তব্যের জবাব দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিজেপির সাংগঠনিক বৈঠকে কেন তিনি উপস্থিত থাকতে পারেননি, তার কারণ জানালেন। এবং ‘ব্যস্ততম নেতা’ মন্তব্য নিয়েও জবাব দিলেন বিধানসভার বিরোধী দলনেতা।

মঙ্গলবার বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল-সহ অন্য পদাধিকারীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বঙ্গ বিজেপির নেতারা। সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন শুভেন্দু। বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে শুভেন্দুর অনুপস্থিতি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন সুকান্ত।

রাজ্য বিজেপির সভাপতি বলেন, “সাংগঠনিক বৈঠকে উনি কমফোর্ট ফিল করেন না। কারণ, আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা অনেক দীর্ঘ হয়। তাঁর অনেক প্রোগ্রাম থাকে। উনি তো পশ্চিমবঙ্গের ব্যস্ততম নেতা। স্বাভাবিকভাবেই তাঁকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়। সময় পাবেন কোথায়।”

এই খবরটিও পড়ুন

ইঙ্গিতপূর্ণ এই মন্তব্যে সুকান্ত কী বোঝাতে চাইলেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়। সেই জল্পনার মধ্যে তাঁকে নিয়ে সুকান্তর মন্তব্যের জবাব দিলেন শুভেন্দু। এদিন পানিহাটিতে তিলোত্তমার বাবা-মার সঙ্গে দেখা করতে তিনি গিয়েছিলেন। সেখান থেকে বেরনোর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুভেন্দু বলেন, “যিনি একথা বলেছেন, তার ব্যাখ্যা তাঁকেই দিতে হবে। আমি দিতে পারব না।”

এরপরই এদিন বিজেপির সাংগঠনিক বৈঠকে অনুপস্থিত থাকার কারণ নিয়ে তিনি বলেন, “আজ মেদিনীপুরে ডাক্তারদের সাসপেন্ডের বিরুদ্ধে কর্মসূচিতে ছিলাম। সবাই দেখেছেন। আর আমি সংগঠনের পোর্টফোলিও হোল্ডার নই। আমি বিরোধী দলনেতা। আমার কাজ সম্পর্কে আমি সচেতন।”

 

Next Article