Illegal Call Centre: ঋণ দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ, গ্রেফতার TMCP নেতা

Dipankar Das | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 30, 2023 | 2:24 PM

Illegal Call Centre: বনগাঁর এক বাসিন্দার অভিযোগ, তাঁর সঙ্গে ২৭ হাজার টাকার প্রতারণা করা হয়েছিল। তাঁর অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ।

Illegal Call Centre: ঋণ দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ, গ্রেফতার TMCP নেতা
ভুয়ো কল সেন্টার (প্রতীকী ছবি)
Image Credit source: Pixabay

Follow Us

বনগাঁ: কোনও ঝামেলা ছাড়াই পাইয়ে দেওয়া হবে ঋণ। দিনের পর দিন কল সেন্টার থেকে ফোন করে এ কথাই বলা হত বিভিন্ন লোকজনকে। সম্প্রতি থানায় এক মহিলা এরকম একটি অভিযোগ দায়ের করার পর তল্লাশি শুরু করে পুলিশ। এলাকাতেই খোঁজ মেলে কল সেন্টারের। সেই বেআইনি কল সেন্টারের সূত্র ধরে পুলিশের হাতে ধরা পড়লেন অভিজিৎ সাহা নামে এক ব্যক্তি। তাঁর তত্ত্বাবধানেই ওই কল সেন্টার চলত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এলাকায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্য হিসেবে পরিচিত অভিজিৎ সাহা। বনগাঁ পুলিশ জেলার সাইবার ক্রাইম থানা ওই চক্র হাতেনাতে ধরেছে মঙ্গলবার রাতে।

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকায় একাধিক প্রতারণার অভিযোগ সামনে আসছিল বেশ কিছুদিন ধরেই। পুলিশ জানতে পেরেছে অভিজিৎ সাহা নামে ওই ব্যক্তিই ছিলেন ওই কল সেন্টারের ‘মালিক’। তিনিই পুরো ব্যাপারটা চালাতেন বলে অভিযোগ। শুধু অভিজিৎ নয়, এক মহিলা টেলিকলারকেও গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়।

বনগাঁর এক বাসিন্দার অভিযোগ, তাঁর সঙ্গে ২৭ হাজার টাকার প্রতারণা করা হয়েছিল। তাঁর অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। পরে জানা যায়, এভাবে লক্ষ লক্ষ টাকা তোলা হয়েছে এলাকার বাসিন্দাদের কাছ থেকে। মধ্যমগ্রামের বৈকুণ্ঠ রোডে একটি বাড়ি ভাড়া নিয়ে বেশ কয়েক মাস ধরে চলছিল ওই কারবার। বেআইনি কল সেন্টার। তদন্তে জানা যাচ্ছে প্রায় ২৫ লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে।

Next Article